স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের অবশ্য চিন্তার কোনও কারণ নেই ৷ কেন্দ্র সরকারের ঘোষণার আগেই এসবিআই ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যতামূলক নিয়ম তুলে নিয়েছিল ৷ ১১ মার্চ বিজ্ঞপ্তি জারি করে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল যে মিনিমাম ব্যালেন্স না রাখলে আর গ্রাহকদের থেকে কোনও পেনাল্টি চার্জ নেওয়া হবে না ৷ এর আগে মেট্রো শহরের জন্য সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৩০০০ টাকা, শহরতলীতে ২০০০ ও গ্রামীণ এলাকায় ১০০০ টাকা রাখা বাধ্যতামূলক করা হয়েছিল ৷ ন্যূনতম ব্যালেন্স না রাখলে ব্যাঙ্কের তরফে ৫ থেকে ১৫ টাকা প্লাস ট্যাক্স পেনাল্টি হিসেবে নেওয়া হত ৷
advertisement
ন্যূনতম ব্যালেন্সের পাশাপাশি কেন্দ্র সরকারের তরফে এটিএম থেকে ক্যাশ তোলার (ATM Withdrawal Charge) চার্জও তুলে নেওয়া হয়েছিল ৷ ডেবিট কার্ড হোল্ডারদের তিন মাসের জন্য এই ছাড় দেওয়া হয়েছিল ৷ সরকারের তরফে জানানো হয়েছিল ডেবিট কার্ড হোল্ডাররা যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন ৷ এর জন্য কোনও চার্জ দিতে হবে না ৷ কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছিল যে লকডাউনে যাতে কম সংখ্যাক মানুষ ব্যাঙ্কে যান তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷