আরও পড়ুন: সোনার দাম নামল ৫২ হাজার টাকার নীচে, জেনে নিন ১০ গ্রাম গোল্ডের রেট
পোস্ট অফিসের তরফে জারি সার্কুলার অনুযায়ী, ‘১ এপ্রিল থেকে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme- MIS), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme-SCSS), পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের (Post Office Term Deposit) সুদের টাকা ক্যাশে দেওয়া হবে না ৷ এবার থেকে সুদের টাকা অ্যাকাউন্ট হোল্ডারদের পোস্ট অফিস অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ৷
advertisement
পোস্ট অফিসের তরফে জানানো হয়েছে, কোনও অ্যাকাউন্ট হোল্ডার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মান্থলি ইনকাম স্কিম বা টার্ম ডিপোজিটের সঙ্গে লিঙ্ক না করালে সুদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা তাদের পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷
আরও পড়ুন: বিপুল রিটার্ন দিয়ে থাকে পোস্ট অফিসের এই স্কিম, জেনে নিন পুরো প্ল্যান
লিঙ্ক করার জন্য কী করতে হবে ?
পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, টার্ম ডিপোজিট বা অন্যান্য স্মল সেভিংস স্কিমের সঙ্গে সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক করানোর জন্য এসবি ৮৩ ফর্ম (অটোমেটিক ট্রান্সফার) ফিলআপ করতে হবে ৷ সুদের টাকা ট্রান্সফারের সুবিধার লাভ নেওয়ার জন্য আবেদন জমা করতে হবে ৷ নিজের পাসবুকের সঙ্গে এসবি ফর্ম ও ডাকঘর সেভিংস অ্যাকাউন্ট পাসবুকের ভেরিফিকেশনের জন্য ডাকঘরে যেতে হবে ৷
আরও পড়ুন: কীভাবে সহজেই মিলবে হোম লোন, এখানে জেনে নিন...
সিনিয়র সিটিজেন স্কিম, মান্থলি ইনকাম স্কিম বা টার্ম ডিপোজিট স্কিম ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার জন্য ইসিএস-১ ফর্ম ভর্তি করতে হবে ৷ এর সঙ্গে বাতিল চেক বা যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে তার পাসবুকের প্রথম পেজের ফটোকপি দিতে হবে ৷