আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে দেশের অর্থনীতির যা অবস্থা সেই দিকে নজর রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ ২০২০-২১ আর্থিক বছরের জন্য ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তার বেতনের ৩০ শতাংশ কাটার প্রস্তাব দিয়েছেন ৷ এর আগে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল যে তাদের শীর্ষ আধিকারিকরা ২০২০-২১ আর্থিক বছরের জন্য ১৫ শতাংশ বেতন কাটার নিজে থেকেই প্রস্তাব দিয়েছিলেন ৷ কোটাক মহিন্দ্রার সিইও অবশ্য সারা বছর কোনও বেতন নেবেন না বলে ঘোষণা করেছেন ৷ তিনি কেবল ১ টাকা বেতন নেবেন বলে জানিয়েছেন ৷
advertisement
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের তরফে বেতন কাটার বিষয়ে জানানো হয় যে এখন সকলে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে সবাইকে নিজেদের জীবনে ও জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে হবে ৷ এরপরই কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের সেই সমস্ত কর্মীদের বেতন ১০ শতাংশ কাটার ঘোষণা করা হয় যাদের বার্ষিক আয় ২৫ লক্ষের বেশি ৷