TRENDING:

করোনা সঙ্কটের মধ্যে এবার কর্মীদের বেতন কাটতে চলেছে এই ব্যাঙ্ক

Last Updated:

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে দেশের অর্থনীতির যা অবস্থা সেই দিকে নজর রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনার জেরে দেশজুড়ে প্রায় দু’মাস ধরে লকডাউন চলছে ৷ এর জেরে অর্থনীতির উপর ব্যাপক প্রভাব পড়েছে ৷ এবং সেটাই এবার দেখতে পাওয়া যাচ্ছে ৷ কোটাক মহিন্দ্রার পর এবার বেসরকারি ব্যাঙ্ক IDFC First Bank তাদের কর্মচারীদের বেতন কাটতে চলেছে ৷
advertisement

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে দেশের অর্থনীতির যা অবস্থা সেই দিকে নজর রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ ২০২০-২১ আর্থিক বছরের জন্য ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তার বেতনের ৩০ শতাংশ কাটার প্রস্তাব দিয়েছেন ৷ এর আগে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল যে তাদের শীর্ষ আধিকারিকরা ২০২০-২১ আর্থিক বছরের জন্য ১৫ শতাংশ বেতন কাটার নিজে থেকেই প্রস্তাব দিয়েছিলেন ৷ কোটাক মহিন্দ্রার সিইও অবশ্য সারা বছর কোনও বেতন নেবেন না বলে ঘোষণা করেছেন ৷ তিনি কেবল ১ টাকা বেতন নেবেন বলে জানিয়েছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা! নিজের কানেই শুনুন
আরও দেখুন

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের তরফে বেতন কাটার বিষয়ে জানানো হয় যে এখন সকলে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে সবাইকে নিজেদের জীবনে ও জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে হবে ৷ এরপরই কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের সেই সমস্ত কর্মীদের বেতন ১০ শতাংশ কাটার ঘোষণা করা হয় যাদের বার্ষিক আয় ২৫ লক্ষের বেশি ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
করোনা সঙ্কটের মধ্যে এবার কর্মীদের বেতন কাটতে চলেছে এই ব্যাঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল