তবে , চাষীদের ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় চাষের জমির পরিমাণ। কিন্তু, এই মুশকিল আসলে বিজ্ঞানীদের পরামর্শ, আরওপ্রয়োজন হবে না বিঘে বিঘে জমির। স্বল্প জায়গাতেও নারকেল চাষ সম্ভব। জমিকে অবশ্যই হতে হবে খানিক উঁচু এবং উর্বর। তা হলেই নারকেল চাষের মধ্য দিয়ে হবে অর্থ লাভ।নারকেল অর্থকড়ি ফসলের মধ্যে অন্যতম হলেও এই চাষে তেমন কোন ঝঞ্ঝাট নেই। নেই কোনও বেশিরকম খরচের ঝক্কি। নারকেল চাষে ইচ্ছুক ব্যক্তির বাড়ির চারপাশে স্বল্প জায়গার মধ্যে এই গাছ লাগানো যায় যেতে পারে। নারকেল গাছ থেকে যে শুধুই নারকেল ফল মেলে তাও নয়। নারকেল কুড়িয়ে তা থেকে নানান ধরনের নামিদামি খাবারের প্রোডাক্ট তৈরি করা হয়। নারকেলের পাশাপাশি নারকেলের খোসা দিয়ে তৈরি হয় ছোবা।
advertisement
নারকেলের শুকনো পাতা কাজে লাগে ঝাঁটা তৈরিতে। এছাড়াও নারকেলের খোলা বিভিন্ন ভাস্কর্যের কাজেও বহুল গৃহীত। এক কথায় বলা যায় নারকেলের কোন কিছুই ফেলানো যায় না। কৃষি দফতরের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে কৃষকদের জন্য। এদিন প্রায় ১৫০ জন কৃষককে উন্নত মানের নারকেল চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিভিন্ন কৃষিআধিকারিকরা কৃষকদের সচেতন করলেন এবং পরামর্শ দিলেন কিভাবে এই নারকেল চাষ করে দ্রুত স্বনির্ভর হয়ে ওঠা সম্ভব। তবে লাভ শুধু চাষেই আটকে নয়, নারকেলের বাই প্রোডাক্ট থেকে কৃষকরা কিভাবে অতিরিক্ত আয় করতে পারেন সে বিষয়েও পরামর্শ দিলেন কৃষি আধিকারিকেরা।
সুরজিৎ দে