এক মাসে দিয়েছে ৮০ শতাংশ রিটার্ন -
শেয়ার বাজারের অন্যান্য কোম্পানির তুলনায় এই কোম্পানির শেয়ার বিগত এক মাসের খুবই ভাল রিটার্ন দিয়েছে। জ্যোতি রেজিনস নিজেদের বিনিয়োগকারীদের প্রায় ৮০ শতাংশ আকর্ষণীয় রিটার্ন দিয়েছে। এই কোম্পানি তাদের বিনিয়োগকারীদের পুঁজি ৫ সপ্তাহে ১০৫ শতাংশ রিটার্নের সঙ্গে দ্বিগুণ টাকা ফেরত দিয়েছে। এই বছরের শুরু থেকে এখনও পর্যন্ত জ্যোতি রেজিনসের শেয়ার প্রায় ৩৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে, বিগত বছরে এই সময় এই কোম্পানির শেয়ার তাদের বিনিয়োগকারীদের ৫২৫ শতাংশ রিটার্ন দিয়েছে।
advertisement
আরও পড়ুন: মিসড কল দিলেই পেয়ে যাবেন নতুন কানেকশন, এক ফোনেই বাড়ি চলে আসবে সিলিন্ডার
বিনিয়োগকারীদের ফায়দা -
এই শেয়ারে কোনও বিনিয়োগকারী যদি এই বছরের শুরুতে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই ১ লাখ টাকা এখন ৪.৭০ লাখ টাকায় পৌঁছে গিয়েছে। এক বছর আগে এই কোম্পানির শেয়ারের ১ লাখ টাকা বিনিয়োগ করলে এখন সেই টাকা ৬.২৬ লাখ টাকায় পৌঁছে গিয়েছে।
মাত্র ৫ সপ্তাহে এক লাখ টাকা হয়ে গিয়েছে দুই লাখ টাকা -
বিগত পাঁচ সপ্তাহে যেভাবে এই কোম্পানির পারফরমেন্স খুবই ভাল হয়েছে, সেই হিসাবে এই কোম্পানির শেয়ারের মূল্য দ্বিগুণ হয়ে গিয়েছে। অর্থাৎ যদি কোনও বিনিয়োগকারী ৫ সপ্তাহ আগে এই শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই টাকা এখন দুই লাখ টাকা হয়ে গিয়েছে।
আরও পড়ুন: বাড়তে চলেছে কর্মক্ষেত্রে নিয়োগ, কোন শহরে পাওয়া যাচ্ছে সবচেয়ে বেশি চাকরি ?
কোম্পানির শেয়ার হোল্ডাররা পাবে মোটা বোনাস -
জ্যোতি রেজিনস অ্যান্ড অ্যাডহেসিভস লিমিটেড একটি স্মল ক্যাপ স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি। এর মার্কেট ক্যাপ ২.১১ হাজার কোটি টাকা। এই কোম্পানি সম্প্রতি তাদের শেয়ারহোল্ডারদের ২:১ অনুপাত অনুসারে বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে। ৮ সেপ্টেম্বর থেকে এই কোম্পানির শেয়ার এক্স বোনাস হিসেবে ব্যবসা করছে।