আজ পুরোটাই তিনি সফল হয়েছেন। আজ তার জমিতে ফলেছে স্ট্রবেরি। যার ফলে বর্তমানে তিনি স্বনির্ভর হয়ে উঠছেন এই কাজ করে।কালিয়াগঞ্জ ব্লকে আত্মা প্রকল্পের সহায়তায় ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামের প্রতিষ্ঠিত চাষি অবেন দেবশর্মা । তার এক কাঠা জমিতে ১২৫টি স্ট্রবেরী ফলের চাষ করে তার গ্রাম মনোহরপুর শুধু নয় কলিয়াগঞ্জের চাষিদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
advertisement
অবেন বাবু বলেন শুধু ধান পাট সরিষা চাষ করলেই ভাল আয় করা যায় না।এই ধরনের নিত্য নূতন ফলের চাষ যেকোন কৃষক একটু চেষ্টা করলেই করতে পারে এবং তা থেকে ভাল আয়ের মুখ দেখতে পারেন।আমাকে দেখে আরো অনেকেই এই চাষ করতে ইচ্ছা প্রকাশ করেছে।
আরও পড়ুন: স্ত্রীর প্যান কার্ড থাকলে পাবেন হাজার হাজার টাকা! বড় বিবৃতি PIB-র
আরও পড়ুন: বাড়ল গয়নার সোনার দাম! জেনে নিন কত যাচ্ছে আজকের সোনা-রুপোর বাজারদর!
এই কৃষককে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিয়মিত তার সঙ্গে যোগাযোগ করছে ব্লক কৃষি দফতর। কালিয়াগঞ্জ ব্লক কৃষি আধিকারি মৌমিতা ঘোষ জানিয়েছে, সম্পুর্ন জৈব পদ্ধতিতে ওই কৃষক স্ট্রবেরি চাষ করেছে। এই প্রথম তিনি স্ট্রবেরি চাষ করে এতোটাই আনন্দিত আগামীতেই তিনি এই চাষ করবেন।
মৃন্ময় বসাক