TRENDING:

Share Investment: এই শেয়ার ঘোষণা করেছে ডিভিডেন্ড দেওয়ার কথা, এক নজরে দেখে নিন এর রেকর্ড!

Last Updated:

Share Investment: বোর্ড অফ ডিরেক্টর নিজেদের মিটিংয়ে আর্থিক বর্ষ ২০২১-২২ এর জন্য প্রতি শেয়ার ৫ টাকার ইন্টারিম ডিভিডেন্ডের ঘোষণা করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সান টিভি নেটওয়ার্ক (Sun TV Network) ঘোষণা করেছে তাদের ইন্টারিম ডিভিডেন্ড (Interim Dividend) দেওয়ার তারিখ। ২১ মার্চ সান টিভি নেটওয়ার্ক রেকর্ড করেছে তাদের ইন্টারিম ডিভিডেন্ডের তারিখ। এর পেমেন্ট চালু হয়ে যাবে ২৯ তারিখ থেকে। সান টিভি নেটওয়ার্ক সোমবার জানিয়েছে যে তাদের বোর্ড আর্থিক বর্ষ ২০২১-২২ এর জন্য ৫ টাকা প্রতি শেয়ারের ইন্টারিম ডিভিডেন্ডের অনুমতি দিয়ে দিয়েছে। সান টিভি নেটওয়ার্ক একটি ফাইলিংয়ের মাধ্যমে জানিয়েছে যে, জানানো হচ্ছে যে বোর্ড অফ ডিরেক্টর নিজেদের মিটিংয়ে আর্থিক বর্ষ ২০২১-২২ এর জন্য প্রতি শেয়ার ৫ টাকার ইন্টারিম ডিভিডেন্ডের ঘোষণা করেছে।
২১ মার্চ সান টিভি নেটওয়ার্ক রেকর্ড করেছে তাদের ইন্টারিম ডিভিডেন্ডের তারিখ। এর পেমেন্ট চালু হয়ে যাবে ২৯ তারিখ থেকে।
২১ মার্চ সান টিভি নেটওয়ার্ক রেকর্ড করেছে তাদের ইন্টারিম ডিভিডেন্ডের তারিখ। এর পেমেন্ট চালু হয়ে যাবে ২৯ তারিখ থেকে।
advertisement

সান টিভি নেটওয়ার্ক ইন্টারিম ডিভিডেন্ডের জন্য ২১ মার্চ তারিখ রেকর্ড করেছে। এর পেমেন্ট শুরু হবে ২৯ মার্চ। সোমবার সান টিভি নেটওয়ার্ক এনএসই তে ৪৩৭.১০ টাকায় বন্ধ হয়েছে। বছরের হিসাব অনুযায়ী ২০২১ থেকে এখনও পর্যন্ত প্রায় ১৩ শতাংশ নিচে নেমে গিয়েছে এর শেয়ার।

আরও পড়ুন: বিশাল খবর! Holi 2022-এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন বড় উপহার

advertisement

৩৩টি টিভি চ্যানেলের সাম্রাজ্য -

এশিয়ার সবথেকে বড় টিভি নেটওয়ার্ক সান গ্রুপের একটি অংশ হল সান টিভি নেটওয়ার্ক। চেন্নাইতে সান টিভি নেটওয়ার্কের প্রধান কার্যালয় রয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ভাষার টিভি চ্যানেল, রেডিও চ্যানেল। সান গ্রুপের কাছে বর্তমানে তামিল, তেলেগু, মলয়ালাম, কন্নড়, মারাঠি এবং বাংলা ভাষার প্রায় ৩৩টি চ্যানেল রয়েছে। সান গ্রুপ এই সকল চ্যানেল পরিচালনা করে।

advertisement

ডিসেম্বর মাসের শেষে প্রায় ৪৭১ কোটি টাকা লাভ -

সান টিভি নেটওয়ার্ক ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০২১ সালের ত্রৈমাসিকে প্রায় ৪৭১ কোটি টাকার কনসোলিডেটেড নেট প্রফিট জমা করেছে। কিন্তু, এক বছর আগে এই একই সময়ে এর পরিমাণ ছিল প্রায় ৪৪৫ কোটি টাকা। কোম্পানি অপারেশন থেকে কনসোলিডেটেড রেভেনিউ প্রতি বছরে ৭ শতাংশ বেড়ে প্রায় ১,০৬০ কোটি টাকা হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: ১ লাখ টাকা হয়ে গিয়েছে প্রায় ৬ কোটি টাকা! চমকে দিচ্ছে এই মাল্টিব্যাগার পেনি স্টক!

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সান টিভি নেটওয়ার্ক এর মধ্যেই ঘোষণা করেছে তাদের ইন্টারিম ডিভিডেন্ডের তারিখ। সান টিভি নেটওয়ার্কের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। কারণ এটি একটি বড় মাপের টিভি নেটওয়ার্ক। শেয়ার বাজারে তাদের বড় ভূমিকা রয়েছে। এর ফলে তাদের শেয়ার হোল্ডাররা তাকিয়ে রয়েছে সান টিভি নেটওয়ার্কের ইন্টারিম ডিভিডেন্ডের দিকে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Share Investment: এই শেয়ার ঘোষণা করেছে ডিভিডেন্ড দেওয়ার কথা, এক নজরে দেখে নিন এর রেকর্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল