আরও পড়ুন: শুরু হল ভারতের প্রথম বেসরকারি ট্রেন! কেমন হবে নতুন সফর?
কিন্তু অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে তুলতে চাওয়া টাকা ৷ জানা গিয়েছে, বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে ৫০০ টাকা তুলতে আসা এক ব্যক্তি কার্ড সোয়াইপ করতেই পেয়ে গিয়েছেন ২৫০০ টাকা ৷
আরও পড়ুন: সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক কমাল সরকার, কমছে ভোজ্য তেলের দামও!
advertisement
বুধবার দিন এই ঘটনাটি ঘটেছে নাগপুর থেকে ৩০ কিলোমিটারের দূরত্বে খারপারখেদা টাউনে ৷ মুহূর্তের মধ্যে খবরটি আগুনের মতো মুখে মুখে ছড়িয়ে পড়ে ৷ এরপর বিপুল ভিড় জমে যায় এটিএমের বাইরে ৷ বেশ কয়েকজন এই সুযোগে বেশি টাকা তুলতে সফলও হয়েছেন ৷
আরও পড়ুন: রেকর্ড পর্যায়ে পৌঁছল বিমান জ্বালানির দাম!যাত্রীদের উপর কেমন প্রভাব পড়তে চলেছে?
ব্যাঙ্কে খবর পৌঁছতেই থানায় জানানো হয় ৷ এরপর পুলিশ এটিএম বন্ধ করে দেয় ৷ জানা গিয়েছে, এটিএমে টাকা রিফিল করার সময় কোনও টেকনিক্যাল ক্রুটির জেরে এই ঘটনাটি ঘটেছে ৷ ৫০০ টাকার নোটগুলি ভুল করে ১০০ টাকার ট্রেতে রেখে দেওয়া হয়েছিল ৷ ফলে ৫০০ টাকা এন্ট্রি করলে বেরোছে ৫ টা ৫০০ টাকার নোট ৷ এর জেরেই ৫ গুণ টাকা বেরোছিল এটিএম মেশিন থেকে৷