TRENDING:

LIC: ম্যাচিউরিটির আগে পলিসি সারেন্ডার করতে চাইলে দেখে নিন কী করতে হবে

Last Updated:

পলিসি সারেন্ডার করার আগে যে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অনেক সময়ই দেখা গিয়েছে গ্রাহকরা না বুঝে এলআইসি-র পলিসি কিনে ফেলেন ৷ কিন্তু পরে গিয়ে বুঝতে পারেন যে সেই পলিসিটি তাদের কোনও কাজেরই নয় ৷ ফলে পলিসি ম্যাচিউর হওয়ার আগেই অনেকেই সেটি সারেন্ডার করে দিতে চান ৷ এছাড়াও একাধিক অন্যান্য কারনও রয়েছে যার জেরে পলিসি হোল্ডাররা পলিসি সারেন্ডার করতে চান ৷ তবে সে ক্ষেত্রে অর্থাৎ পলিসি সারেন্ডার করার আগে বেশ কিছু নিয়ম জেনে রাখা অত্যন্ত জরুরি ৷
advertisement

লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের তরফে গ্রাহকদের পলিসি সারেন্ডার করার সুযোগ দেওয়া হয়ে থাকে ৷ তবে পলিসি সারেন্ডার করার আগে যে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে-

ম্যাচিউরিটির আগে সারেন্ডার করলে পলিসির ভ্যালু কমে যায়

রেগুলার পলিসিতে পলিসি সারেন্ডারের ভ্যালু ক্যালকুলেশন করা সম্ভব যদি পলিসি হোল্ডাররা লাগাতার ৩ বছর পর্যন্ত প্রিমিয়াম দিয়ে থাকেন

advertisement

৩ বছরের আগে সারেন্ডার করলে কোনও ভ্যালু দেওয়া হবে না

দু’ভাবে পলিসি সারেন্ডার করা যেতে পারে -

১. গ্যারেন্টিড সারেন্ডার ভ্যালু (GSV)- এই অনুযায়ী, পলিসি হোল্ডার নিজেদের পলিসি ৩ বছর পুরো হওয়ার পরই সারেন্ডার করতে পারবেন ৷ ৩ বছর পর সারেন্ডার করলে প্রথম বছরে দেওয়া প্রিমিয়াম ও অ্যাক্সিডেন্টাল বেনিফিটের জন্য দেওয়া প্রিমিয়াম ছাড়া সারেন্ডার ভ্যালুর প্রিমিয়ামের ৩০ শতাংশ দেওয়া হবে ৷ এই হিসেব অনুযায়ী, যত দেরিতে পলিসি সারেন্ডার করবেন তত বেশি ভ্যালু পাবেন ৷

advertisement

২. স্পেশ্যাল সারেন্ডার ভ্যালু- এখানে (মোট বিমার টাকা *(কতগুলি প্রিমিয়াম দেওয়া হয়েছে ) + মোট বোনাস) * সারেন্ডার ভ্যালু ফ্যাক্টর এই ফর্মুলায় স্পেশ্যাল সারেন্ডার ভ্যালু ক্যালকুলেট করা হয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

সিঙ্গল প্রিমিয়াম পলিসির ক্ষেত্রে দ্বিতীয় বছরেই পলিসি সারেন্ডার করা যেতে পারে ৷ আপনার পলিসি ১০ বছরের জন্য হলে ২ বছরে সারেন্ডার করতে পারবেন ৷ ১০ বছরের বেশি হলে ৩ বছরে পলিসি সারেন্ডার করা যেতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC: ম্যাচিউরিটির আগে পলিসি সারেন্ডার করতে চাইলে দেখে নিন কী করতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল