আরও পড়ুন: জ্বালানির জ্বালা, অক্টোবরে ৫ টাকার বেশি দাম বাড়ল পেট্রোলের, দেখে নিন আজ কত হল
ইক্যুইটিতে ইনভেস্ট করার আগে মার্কেট সম্বন্ধ ভাল করে বুঝে নিতে হবে ৷ প্রথমবার ইনভেস্ট করার সময় ইক্যুইটি ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্ট করার সময় এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে ৷
একবারে বেশি টাকা ইনভেস্ট না করা ভাল-
advertisement
একবারে বেশি টাকা ইনভেস্ট করা থেকে এড়িয়ে চলা উচিৎ ৷ কারণ বাজারে পতন দেখা গেলে মুশকিলে পড়তে পারেন আপনি ৷ বাজারে পতন দেখা গেলে ইনভেস্টররা ভয় পেয়ে যাবেন এবং তাড়াহুড়োতে মার্কেট থেকে টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেবেন ৷ এর জেরে অনেক টাকার লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে সব সময় ইক্যুইটি ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্ট সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের (এসআইপি) মাধ্যমে করা উচিৎ ৷
আরও পড়ুন: সাংসদ পদে পদত্যাগ সাঙ্গ, বাবুল সুপ্রিয়কে এবার বড় দায়িত্ব দিল তৃণমূল!
এমন ফান্ডে ইনভেস্ট করবেন যেখানে রিস্ক সবচেয়ে কম
নতুন ইনভেস্টরদের এমন ফান্ডে ইনভেস্ট করা উচিৎ যেখানে রিস্ক সবচেয়ে কম ৷ ফলে নতুন নতুন বিনিয়োগকারীদের কম সমস্যায় পড়তে হবে ৷ এবং বাজারে বেশি সময় পর্যন্ত টাকা থাকবে ৷ ফলে বাজারের ওঠা নাম সম্বন্ধে ওয়াকিবহল হয়ে উঠবেন ৷ তাই বেশি রিস্কের পিওর ইক্যুইটি ফান্ড থেকে শুরু না করে সেই সব ফান্ডে বিনিয়োগ করা লাভবান যাতে তুলনামূলক ভাবে কম রিস্ক রয়েছে ৷
ফাইন্যান্সিয়াল প্ল্যানি না করে টাকা ইনভেস্ট করবেন না
ফাইন্যান্সিয়াল প্ল্যানিয়ের মাধ্যমে লং টার্ম গোলে পৌঁছনোর জন্য ইক্যুইটি ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্ট করা শুরু করলে বাজারে বেশি সময় পর্যন্ত টিকে থাকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷