ICICI ব্যাঙ্ক তাদের ২ কোটি টাকার কম এফডি-তে সুদের হার বৃদ্ধি করেছে ৷ অন্যদিকে, অ্যাক্সিক ব্যাঙ্ক তাদের ২ কোটি টাকার বেশি এফডি-তে সুদের হার বদল করেছে ৷ দুটি ব্যাঙ্কের নয়া সুদের হার ২৬ সেপ্টেম্বর ২০২২ অর্থাৎ আজ থেকে লাগু করা হবে ৷ আইসিআইসিআই ব্যাঙ্ক সর্বোচ্চ ৬.১৯ শতাংশ সুদ দিয়ে থাকে ৷ অন্যদিকে, অ্যাক্সিস ব্যাঙ্ক ২ কোটির বেশি এফডি-তে অধিকতম ৬.৯০ শতাংশ সুদ দিচ্ছে ৷
advertisement
আরও পড়ুন: ইভি-র স্টকে বড় সম্ভাবনা, বিনিয়োগের ঝুলি নিয়ে হাজির ‘সোনা’ও, আপনি কিনেছেন তো?
ICICI ব্যাঙ্ক ৭-২৯ দিনের এফডি-তে ২.৭৫ শতাংশ, ৩০-৯০ দিনের এফডি-তে ৩.২৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ এবার ৯১-১২০ দিনের এফডি-তে ব্যাঙ্ক ৪ শতাংশ সুদ দিচ্ছে ৷ ১২১-১৮৪ দিনের এফডি-তে ব্যাঙ্ক একই সুদ দিচ্ছে ৷ ব্যাঙ্ক ১৮৫ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে ব্যাঙ্ক ৪.৬৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ ১ বছর থেকে ২ বছরের এফডি-র জন্য ব্যাঙ্ক ৫.৫০ শতাংশ সুদ দিচ্ছে ৷ ২ বছর ১ দিন থেকে ৩ বছরের এফডি-তে ৫.৬০ শতাংশ, ৩ বছর ১দিন থেকে ৫ বছরের এফডি-তে সর্বোচ্চ ৬.১০ শতাংশ সুদ মিলছে ৷ ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের এফডি-তে সুদ মিলবে ৫.৯০ শতাংশ ৷ সমস্ত এফডি-র ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন ৷
আরও পড়ুন: পুজোর আগে বিশাল সুযোগ! ২ হাজার বিনিয়োগেই ৪০ লক্ষ টাকা, মালামাল হওয়ার সুযোগ
অ্যাক্সিক ব্যাঙ্কের সুদের হার:
বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ২ কোটি টাকার বেশি এফডি-র সুদের হার বদলেছে ৷ ২ কোটি থেকে ৫ কোটি টাকার এফডি-তে ৩.৭৫ শতাংশ থেকে ৬.৯০ শতাংশ সুদ মিলবে ৷ ৫০ কোটি থেকে ১০০ কোটি টাকার এফডি-তে ৪.৬৫ শতাংশ থেকে ৬.৯০ শতাংশ সুদ দিচ্ছে ৷ ২ থেকে ৫ কোটি টাকার এফডি যা ৩০ থেকে ৪৫ দিনের এফডি-তে ব্যাঙ্ক ৩.৭৫ শতাংশ, ৪৬-৬০ দিনের এফডি-তে ৪ শতাংশ এবং ৬১ দিন থেকে ৩ মাসের কম এফডি-তে ৪.৭৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ এরপর ৩ মাস থেকে ৬ মাসের কম এফডি-তে গ্রাহকরা পেয়ে যাবেন ৫.৬৫ শতাংশ সুদ ৷ ৬ মাস থেকে ৯ মাসের কম এফডি-তে মিলবে ৫.৯০ শতাংশ এবং ৯ মাস থেকে ১ বছরের কম এফডি-তে পেয়ে যাবেন ৬.২০ শতাংশ সুদ ৷