TRENDING:

সুখবর! বেসরকারি সেক্টরে কর্মচারীদের বেতন বাড়তে পারে ৯.৪ শতাংশ ? জেনে নিন বিস্তারিত

Last Updated:

সার্ভেতে বলা হয়েছে আগামী বছর আইটি সেক্টরে ১১.২ শতাংশ হিসেবে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা মহামারির জেরে প্রায় গত দেড় বছর ধরে আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব ৷ করোনার জেরে প্রভাবিত হয়েছে প্রায় সমস্ত দেশের অর্থনীতি ৷ সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্রাইভেট সেক্টরে ৷ গত দেড় বছরে চাকরি হারিয়েছেন বহু মানুষ ৷ পরিস্থিতির জেরে চাকরি থাকলেও কেটে নেওয়া হচ্ছে বেতন ৷ এরকম পরিস্থিতির মধ্যেই বেসরকারি সংস্থার কর্মীদের জন্য রয়েছে স্বস্তির বার্তা ৷ অনুমান করা হচ্ছে, ২০২২ সালে বেসরকারি সংস্থাগুলি তাদের কর্মীদের বেতন ৯.৪ শতাংশ হিসেবে বাড়াতে চলেছে ৷ যদি তাই হয় তাহলে গত ৪ বছরের নিরিখে এটাই সবচেয়ে বেশি বেতন বৃদ্ধির হার হতে চলেছে ৷ দেশের আর্থিক অবস্থা উন্নতি হওয়ায় এবং অ্যাট্রিশন রেট (Attrition Rate) ২০ শতাংশ পর্যন্ত হওয়ার কারনে সংস্থাগুলির বেতন বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে ৷
advertisement

AON এর বার্ষিক স্যালারি সার্ভেতে আগামী বছর ৯.৪ শতাংশ হিসেবে বেতন বৃদ্ধি হওয়ার অনুমান করা হয়েছে ৷ এর আগে ২০১৮ সালে বেসরকারি সংস্থাগুলি কর্মীদের বেতন ৯.৫ শতাংশ হিসেবে বাড়িয়েছিল ৷ এবছর অনুমান করা হয়েছিল বেতন বৃদ্ধি হবে ৭.৭ শতাংশ ৷ তবে তার থেকে অনেকটাই বেশি অর্থাৎ ৮.৮ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

বার্ষিক স্যালারি সার্ভেতে ৩৯ ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত প্রায় ১৩০০ সংস্থা থেকে ডেটা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে ৷ সার্ভেতে বলা হয়েছে আগামী বছর আইটি সেক্টরে ১১.২ শতাংশ হিসেবে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷ এরপর প্রোফেশনাল সার্ভিসেস এবং ই-কমার্স সেক্টরে ১০.৬ শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে ৷ এরপর রিয়েল এস্টেট সেক্টরের কর্মীদের বেতন বাড়তে পারে ৮.৮ শতাংশ ৷ চলতি বছরে রিয়েল এস্টেট সেক্টরে ৬.২ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! বেসরকারি সেক্টরে কর্মচারীদের বেতন বাড়তে পারে ৯.৪ শতাংশ ? জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল