News18-কে ফোনে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে পিএমসি ব্যাঙ্ক দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে অভিজিত্ জানান, ধুঁকতে থাকা ব্যাঙ্কগুলিকে বিক্রি করতে এই সঙ্কটের সুযোগকে কাজে লাগানো যেতে পারে৷ তাঁর কথায়, 'ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা ব্যাপক সঙ্কটে রয়েছে৷ বহু বছর ধরেই চলছে এই সঙ্কট৷ যার ফলেই আজ সঙ্কটে একেবারে গভীরে পৌঁছেছে৷ ব্যাঙ্কগুলিকে চাঙ্গা করতে সরকারকে অনেক টাকা খরচ করতে হবে৷ কিন্তু কেন্দ্রের কাছে ওতো টাকা নেই৷ সে ক্ষেত্রে আর্থিক ভাবে ধুঁকতে থাকা ব্যাঙ্কগুলিকে বিক্রি করাই ভালো বলে আমি মনে করি৷'
advertisement
ব্যাঙ্কগুলি প্রবল আর্থিক সঙ্কটে ভুগছে এবং ভবিষ্যতে আরও সঙ্কট আসতে চলেছে বলেও জানান তিনি৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, 'আশার কথা এটাই যে, এখনও ধুঁকতে থাকা ব্যাঙ্কগুলির শাখা রয়েছে ও কিছু ভালো মানুষ কাজ করেন৷ অতএব বিক্রি করতে কী অসুবিধা? ধুঁকতে থাকা ব্যাঙ্কগুলিকে বিক্রি করে, সেই টাকায় ব্যাঙ্কগুলিকে চাঙ্গা করা যাবে৷'
কয়েক দিন আগেই News18-এর করা একটি আরটিআই রিপোর্টে জানা যায়, ৪১৬ জন ইচ্ছাকৃত ঋণখেলাপির জন্য ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা ১.৭৬ লক্ষ কোটি টাকা ক্ষতির সম্মুখীন৷ ৪১৬ জন ঋণখেলাপির মধ্যে দেখা যাচ্ছে, প্রত্যেকেই ১০০ কোটি বা তার বেশি টাকা লোন নিয়েছে ব্যাঙ্ক থেকে, তারপর আর টাকা মেটায়নি৷ অনাদায়ী ঋণের নিরিখে দেখা যাচ্ছে, গড়ে ৪২৪ কোটি টাকা প্রতি দেনাদার পিছু ব্যাড লোন৷
আরও ভিডিও: ৪০ দিন ধরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আর এস্থার ডুফলোর সঙ্গে কাজ করেছিলেন মলয় লাহিড়ি