আরও পড়ুনঃ যমের দুয়ারে কোলেস্টেরল! এই ৪ কাজেই রাতারাতি খেল খতম, নির্মূল হার্ট অ্যাটাকের চান্স
একটি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থা এবং আন্তর্জাতিক নাগরিক সমাজ সংস্থা বৃহস্পতিবার জলপাইগুড়িতে এসে ক্ষুদ্র চা বাগান পরিদর্শন করেন। তাঁরা জানান, বিশেষ প্রযুক্তির মাধ্যমে চা চাষিরা এখন ঘরে বসেই চা গাছের জন্য অনুকূল ও প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস পাবেন, যা চা উৎপাদনে নতুন মাত্রা যোগ করবে।
advertisement
আরও পড়ুনঃ সূর্যের ‘মৃত্যু’তেই শেষ হবে পৃথিবী! আর ‘ঠিক’ কতদিন আয়ু সূর্যের? বিজ্ঞানীরাই শিউরে উঠলেন ভয়ে
প্রতিনিধি হেশক্স ফ্লেমিংগে ভেরবুর্ক বলেন, “এই অঞ্চল থেকেই বিশ্বের উন্নত মানের চা উৎপাদন হয়। আমরা চাই, প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে দীর্ঘস্থায়ী উৎপাদন বৃদ্ধি হোক। “জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষি সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী জানান, ‘২০১৯ সাল থেকে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার করে উন্নত মানের চা উৎপাদনের চেষ্টা চলছে। এই উদ্যোগের বাস্তবায়ন ক্ষুদ্র চা চাষিদের জন্য একটি বড় আশার আলো। এই প্রযুক্তি চা চাষিদের আরও স্বাবলম্বি করে তুলবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।’
সুরজিৎ দে