TRENDING:

TCS Work From Office Policy: বাড়িতে বসে কাজ করা ভুলে যান! কর্মীদের অফিসে আনতে 'কড়া ওষুধ' দিচ্ছে এই কোম্পানি

Last Updated:

বাড়ি থেকে নয় অফিসে এসেই কাজ করতে হবে৷ মাসে অন্তত ১২দিন সমস্ত কর্মীদের অফিসে আসতেই হবে৷ যাঁরা এই নিয়মের অন্যথা করবেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাড়ি থেকে নয় অফিসে এসেই কাজ করতে হবে৷ মাসে অন্তত ১২দিন সমস্ত কর্মীদের অফিসে আসতেই হবে৷ যাঁরা এই নিয়মের অন্যথা করবেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ কর্মীদের চিঠি পাঠিয়ে জানিয়ে দিল তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস৷ ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে কাজ করার প্রবণতা কমাতেই এবার কঠোর পদক্ষেপ নেবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস৷
বাড়িতে বসে কাজ করা ভুলে যান! কর্মীদের অফিসে আনতে 'কড়া ওষুধ' দিচ্ছে এই কোম্পানি
বাড়িতে বসে কাজ করা ভুলে যান! কর্মীদের অফিসে আনতে 'কড়া ওষুধ' দিচ্ছে এই কোম্পানি
advertisement

বেশিরভাগ কোম্পানি গুলিতেই করোনার কারণে চালু হয় ওয়ার্ক ফ্রম হোম পলিসি৷ তবে, গত সেপ্টেম্বরে করোনার প্রভাব অনেকখানি কেটে যাওয়াতে কর্মীদের অফিসে আসতে অনুরোধ জানায় টিসিএস৷ মাসে অন্তত বারদিন অফিস থেকেই কাজ করতে হবে সমস্ত কর্মীদের৷ টিসিএসের অন্দরে এই নিয়ম তখন থেকেই চালু৷

মুশকিল হল এই নিয়ম থাকা সত্ত্বেও অফিসে ঠিকঠাক ভাবে আসছেন না বহু কর্মী৷ রস্টারে অফিস দেওয়া থাকলেও অনেকেই নানা অজুহাতে বাড়ি থেকে কাজ করতে চাইছেন৷ তাই এবার কড়া ব্যবস্থা নেবে কোম্পানি৷

advertisement

সংবাদসূত্রে খবর কোম্পানির পক্ষ থেকে চিঠিতে কর্মীদের বলা হয়েছে, ‘‘আপনাকে সতর্ক করা হচ্ছে এবং নির্দেশ দেওয়া হচ্ছে যে দিন গুলিতে অফিস থেকে কাজ করার কথা সেই দিনগুলিতে অফিসের স্থান থেকেই কাজ করতে হবে৷ অন্য কোনও জায়গা থেকে নয়’’৷

চিঠির ভাষা থেকেই স্পষ্ট অফিস থেকে কাজ করার প্রতি কর্মীদের আগ্রহ বাড়াতে চাইছে টিসিএস৷ গত দু বছরে বহু কর্মী টিসিএসে যোগদান করেছেন৷ অফিসে এলে তাঁরা আরও ভালভাবে জায়গাটিকে জানতে পারবেন৷ তাছাড়া অফিস থেকে কাজ করলে কাজের মানও আরও ভাল হবে৷ এমনটাই বিশ্বাস এই সংস্থার৷

advertisement

আরও পড়ুন: কিছু শহরে দাম বাড়ল পেট্রোল ডিজেলের! কলকাতায় কত হল দেখে নিন

এই বিষয়ে কোম্পানির এক মূখপাত্র জানালেন, ‘‘আমাদের ক্যাম্পাস গুলি এনার্জিতে ভরে উঠেছে, এটা দেখলে আমরা আনন্দে উচ্ছ্বসিত হব৷ গত দু বছরে বহু কর্মী টিসিএসে যোগদান করেছেন৷ অফিসের এই পরিবেশকে চেনা, অন্যান্য কর্মীদের সঙ্গে সহযোগিতা করে এগিয়ে যাওয়া, অন্যদের থেকে শেখা, সকলের সঙ্গে মজা করা, এই সব কিছু তাঁরাও উপভোগ করুক৷ একটি সংগঠনের ভিত আরও মজবুত করে সকলের মিলিত প্রয়াস৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

প্রসঙ্গত, কোনও কর্মীকে অতিরিক্ত ওয়ার্ক ফ্রম হোমের জন্য আবেদন করতে হলে সংস্থাকে অন্তত পাঁচ দিন আগে থেকে জানিয়ে রাখতে হবে৷ এমনটাই জানাচ্ছে টিসিএস৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
TCS Work From Office Policy: বাড়িতে বসে কাজ করা ভুলে যান! কর্মীদের অফিসে আনতে 'কড়া ওষুধ' দিচ্ছে এই কোম্পানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল