মাস খানেক আগে টাটা স্কাই একবার দাম কমিয়েছিল ৷ তখন অন্যান্য কেবল অপারেটররাও কিছু চ্যানেলের দাম কমিয়ে ১২ টাকা পর্যন্ত করেছিল ৷ গ্রাহকদের সুবিধার্থে তারা আবারও একবার চ্যানেলের দাম কমানোর পদক্ষেপে নিল। মোট ২৬টি চ্যানেলের দাম কমালো তারা ৷ এগুলি হল জি টিভি, জি মারাঠি, জি বাংলা, জি সার্থক, জি কান্নাডা, জি তামিল ও জি তেলেগু, এশিয়ানেট, এশিয়ানেট মুভিজ, ন্যাশনাল জিওগ্রাফিক, নাট জিও ওয়ার্ল্ড, হাঙ্গামা টিভি, এসইটি, সনি এসএবি, কালারস, কালারস কান্নাদা ও সোনি ম্যাক্স, স্টার মা, স্টার জলশা, স্টার প্লাস, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩, স্টার বিজয়, বিজয় সুপার, স্টার স্পোর্টস ১ বাংলা ও স্টার স্পোর্টস ফার্স্ট।
advertisement
দাম কমানোয় নতুন ট্যারিফে আগে গ্রাহকদের যে চ্যানেলের জন্য ট্যাক্স সহ ২২.৪২ টাকা দিতে হত এবার থেকে দিতে হবে ১৪.১৬ টাকা ৷ তবে এই অফার শেষ হয়ে গেলে পুরনো ট্যারিফেই ফিরে যেতে হবে গ্রাহকদের ৷