TRENDING:

ফের কমে গেল ২৬টি জনপ্রিয় চ্যানেলের দাম, আরও স্বস্তিতে গ্রাহকরা

Last Updated:

তবে এই অফার শেষ হয়ে গেলে পুরনো ট্যারিফেই ফিরে যেতে হবে গ্রাহকদের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কিছুদিন আগেই দাম কমেছিল লোকাল কেবল চ্যানেলের দাম ৷ এবার আরও এক ধাপ এগিয়ে দাম কমলো টাটা স্কাইয়েরও ৷ DTH অপারেটরদের মধ্যে টাটা স্কাই, ডিশ টিভি এবং এয়ারটেল ডিজিট্যাল টিভি বেশ জনপ্রিয় ৷ তার মধ্যেও সব থেকে বেশি জনপ্রিয় টাটা স্কাই ৷ তাদের গ্রাহকর সংখ্যাও অন্যদের তুলনায় অনেক বেশি ৷
advertisement

মাস খানেক আগে টাটা স্কাই একবার দাম কমিয়েছিল ৷ তখন অন্যান্য কেবল অপারেটররাও কিছু চ্যানেলের দাম কমিয়ে ১২ টাকা পর্যন্ত করেছিল ৷ গ্রাহকদের সুবিধার্থে তারা আবারও একবার চ্যানেলের দাম কমানোর পদক্ষেপে নিল। মোট ২৬টি চ্যানেলের দাম কমালো তারা ৷ এগুলি হল জি টিভি, জি মারাঠি, জি বাংলা, জি সার্থক, জি কান্নাডা, জি তামিল ও জি তেলেগু, এশিয়ানেট, এশিয়ানেট মুভিজ, ন্যাশনাল জিওগ্রাফিক, নাট জিও ওয়ার্ল্ড, হাঙ্গামা টিভি, এসইটি, সনি এসএবি, কালারস, কালারস কান্নাদা ও সোনি ম্যাক্স, স্টার মা, স্টার জলশা, স্টার প্লাস, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩, স্টার বিজয়, বিজয় সুপার, স্টার স্পোর্টস ১ বাংলা ও স্টার স্পোর্টস ফার্স্ট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দাম কমানোয় নতুন ট্যারিফে আগে গ্রাহকদের যে চ্যানেলের জন্য ট্যাক্স সহ ২২.৪২ টাকা দিতে হত এবার থেকে দিতে হবে ১৪.১৬ টাকা ৷ তবে এই অফার শেষ হয়ে গেলে পুরনো ট্যারিফেই ফিরে যেতে হবে গ্রাহকদের ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের কমে গেল ২৬টি জনপ্রিয় চ্যানেলের দাম, আরও স্বস্তিতে গ্রাহকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল