ল্যান্ড রোভার যুক্তরাজ্য, আমেরিকা, আয়ারল্যান্ড, ভারত, চিন এবং হাঙ্গেরিতে সবমিলিয়ে ৮০০ মানুষকে চাকরি দিয়েছে৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,ট্যুইটার, ফেসবুকের মতো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি থেকে ছাঁটাই হওয়া কর্মীদের অটোনমাস ড্রাইভিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড সফটওয়্যারের মতো কাজে ব্যবহার করা হবে৷
আরও পড়ুন: ১৯ নভেম্বর দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট; আঁচ পড়তে পারে পরিষেবায়! পারলে আজই জরুরি কাজ মিটিয়ে নিন!
advertisement
আর্থিক মন্দার কারণে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি কর্মী ছাঁটাই করছে৷ অন্যদিকে নিয়োগও সেভাবে করছে না৷ ফলে কাজ হারানো কর্মীরা নতুন করে চাকরি পেতে গিয়ে সমস্যায় পড়ছেন৷
আরও পড়ুন: LPG সিলিন্ডার নিয়ে বড়সড় সিদ্ধান্ত Modi সরকারের! সরাসরি উপকৃত লক্ষ লক্ষ গ্রাহকেরা
ফেসবুকের পেরেন্ট সংস্থা মেটা ইতিমধ্যেই ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে৷ যা সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে এখনও পর্যন্ত সবথেকে বড় কর্মী সংকোচন হতে চলেছে৷
অন্য দিকে সংস্থার মালিকানা হাতে নিয়েই এলন মাস্কও জানিয়ে দিয়েছেন, ট্যুইটার থেকেও বড় সংখ্যায় কর্মী ছাঁটাই করা হবে৷