TRENDING:

Tata Nano: আর এক লাখি নয়, নতুন অবতারে ফিরছে টাটা ন্যানো! কত হবে নতুন দাম?

Last Updated:

সবকিছু ঠিকঠাক চললে, ২০২৬ সালের আগেই ন্যানোর ইলেক্ট্রিক ভ্যারিয়েন্ট বাজারে চলে আসতে পারে৷ যদিও এ সম্পর্কে টাটা সংস্থার পক্ষ থেকে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রতন টাটার স্বপ্নের প্রকল্প ছিল টাটা ন্যানো গাড়ি৷ যদিও বাজারে আসার পর এই গাড়ি সেভাবে ছাপ ফেলতে পারেনি৷ ধীরে ধীরে ন্যানোর উৎপাদনও কমিয়ে দেয় টাটা৷
নতুন অবতারে ফিরছে ন্যানো৷ ফাইল ছবি
নতুন অবতারে ফিরছে ন্যানো৷ ফাইল ছবি
advertisement

তবে ন্যানো নিয়ে হাল ছাড়েননি প্রয়াত রতন টাটা৷ তাঁর সেই ইচ্ছেকে পূর্ণতা দিয়েই খুব শিগগিরই ফের নতুন অবতারে বাজারে আসতে পারে ন্যানো৷ তবে পেট্রোল, ডিজেল নয়, এবার এই গাড়ি চলবে বিদ্যুতে৷ টাটা ন্যানো যখন প্রথম বার বাজারে এসেছিল, তখন এই গাড়ির মূল আকর্ষণ ছিল ন্যানোর দাম৷ এক লাখি গাড়ি, এই নামেই পরিচয় ছিল ন্যানোর৷ যদিও ন্যানোর উন্নত মডেলগুলির দাম এক লাখের অনেকটা বেশিই পড়ত৷

advertisement

আরও পড়ুন:

সবকিছু ঠিকঠাক চললে, ২০২৬ সালের আগেই ন্যানোর ইলেক্ট্রিক ভ্যারিয়েন্ট বাজারে চলে আসতে পারে৷ যদিও এ সম্পর্কে টাটা সংস্থার পক্ষ থেকে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি৷ যেহেতু বিদ্যুৎ চালিত গাড়ি হিসেবে এবার আত্মপ্রকাশ করতে চলেছে ন্যানো, তাই এবার এর দামও আগের তুলনায় অনেকটা বেশি হতে চলেছে৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এবার ন্যানোর দাম হতে পারে ৫ থেকে ৬ লাখের মধ্যে৷ তবে বিদ্যুৎচালিত গাড়ি হিসেবে এই দাম অনেকটাই সস্তা বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷

advertisement

একবার চার্জ দিলে নতুন এই ন্যানো ১৭০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারবে বলেই দাবি করা হচ্ছে৷ শহরাঞ্চলে ভিড় এবং যানজটের মধ্যে ছোট গাড়ি হিসেবে ন্যানো চালানো অনেকটাই সুবিধেজনক৷ পার্কিং করাও অন্যান্য গাড়ির তুলনায় সহজ৷ ন্যানোর রূপও আগের থেকে খুব একটা বদল করা হয়নি৷ ফলে প্রথম বারের তুলনায় নতুন অবতারের ন্যানো ক্রেতাদের কাছে অনেক আকর্ষণীয় হতে চলেছে বলেই মনে করা হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tata Nano: আর এক লাখি নয়, নতুন অবতারে ফিরছে টাটা ন্যানো! কত হবে নতুন দাম?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল