TRENDING:

Tata Nano: আর এক লাখি নয়, নতুন অবতারে ফিরছে টাটা ন্যানো! কত হবে নতুন দাম?

Last Updated:

সবকিছু ঠিকঠাক চললে, ২০২৬ সালের আগেই ন্যানোর ইলেক্ট্রিক ভ্যারিয়েন্ট বাজারে চলে আসতে পারে৷ যদিও এ সম্পর্কে টাটা সংস্থার পক্ষ থেকে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রতন টাটার স্বপ্নের প্রকল্প ছিল টাটা ন্যানো গাড়ি৷ যদিও বাজারে আসার পর এই গাড়ি সেভাবে ছাপ ফেলতে পারেনি৷ ধীরে ধীরে ন্যানোর উৎপাদনও কমিয়ে দেয় টাটা৷
নতুন অবতারে ফিরছে ন্যানো৷ ফাইল ছবি
নতুন অবতারে ফিরছে ন্যানো৷ ফাইল ছবি
advertisement

তবে ন্যানো নিয়ে হাল ছাড়েননি প্রয়াত রতন টাটা৷ তাঁর সেই ইচ্ছেকে পূর্ণতা দিয়েই খুব শিগগিরই ফের নতুন অবতারে বাজারে আসতে পারে ন্যানো৷ তবে পেট্রোল, ডিজেল নয়, এবার এই গাড়ি চলবে বিদ্যুতে৷ টাটা ন্যানো যখন প্রথম বার বাজারে এসেছিল, তখন এই গাড়ির মূল আকর্ষণ ছিল ন্যানোর দাম৷ এক লাখি গাড়ি, এই নামেই পরিচয় ছিল ন্যানোর৷ যদিও ন্যানোর উন্নত মডেলগুলির দাম এক লাখের অনেকটা বেশিই পড়ত৷

advertisement

আরও পড়ুন:

সবকিছু ঠিকঠাক চললে, ২০২৬ সালের আগেই ন্যানোর ইলেক্ট্রিক ভ্যারিয়েন্ট বাজারে চলে আসতে পারে৷ যদিও এ সম্পর্কে টাটা সংস্থার পক্ষ থেকে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি৷ যেহেতু বিদ্যুৎ চালিত গাড়ি হিসেবে এবার আত্মপ্রকাশ করতে চলেছে ন্যানো, তাই এবার এর দামও আগের তুলনায় অনেকটা বেশি হতে চলেছে৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এবার ন্যানোর দাম হতে পারে ৫ থেকে ৬ লাখের মধ্যে৷ তবে বিদ্যুৎচালিত গাড়ি হিসেবে এই দাম অনেকটাই সস্তা বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একবার চার্জ দিলে নতুন এই ন্যানো ১৭০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারবে বলেই দাবি করা হচ্ছে৷ শহরাঞ্চলে ভিড় এবং যানজটের মধ্যে ছোট গাড়ি হিসেবে ন্যানো চালানো অনেকটাই সুবিধেজনক৷ পার্কিং করাও অন্যান্য গাড়ির তুলনায় সহজ৷ ন্যানোর রূপও আগের থেকে খুব একটা বদল করা হয়নি৷ ফলে প্রথম বারের তুলনায় নতুন অবতারের ন্যানো ক্রেতাদের কাছে অনেক আকর্ষণীয় হতে চলেছে বলেই মনে করা হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tata Nano: আর এক লাখি নয়, নতুন অবতারে ফিরছে টাটা ন্যানো! কত হবে নতুন দাম?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল