টাটার গাড়ির দাম ০.৯ শতাংশ বাড়তে চলেছে বলে খবর। নতুন দাম ২০২২ সালের ৯ নভেম্বর থেকে প্রযোজ্য হবে। অর্থাৎ হাতে আর ২ দিন। সংস্থার তরফে জানানো হয়েছে, আগের বারের মতো এবারও ইনপুটের কারণেই মূল্যবৃদ্ধি। মডেল এবং ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে দাম বাড়ানো হবে। বর্তমানে ভারতের গাড়ির বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে টাটার ১০টি মডেল। সেগুলি হল টিয়াগো, টিয়াগো ইভি, টিগর, টিগর ইভি, আলট্রোজ, পাঞ্চ, নিক্সন, নিক্সন ইভি, হ্যারিয়র এবং সাফারি।
advertisement
আরও পড়ুন: টেক কোম্পানিতে ৪৫ হাজার ছাঁটাই, IT কোম্পানিতে নিয়োগ বন্ধ!
এই ৪ গাড়িতে ছাড়: নভেম্বর ২০২২-এ, কোম্পানি তার ৪টি জনপ্রিয় গাড়ি, টিয়াগো, টিগর, হ্যারিয়র এবং সাফারিতে ৬৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। টাটা হ্যারিয়রে সর্বোচ্চ ৬৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলছে। এর মধ্যে ৩০ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড়, ৩০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৫ হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট। হ্যারিয়র কাজিরাঙ্গা এবং জেট এডিশনে মিলছে ৩০ হাজার টাকার নগদ ছাড়। অন্যান্য সমস্ত ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ২০ হাজার টাকার নগদ ছাড়।
আরও পড়ুন: ফোনালাপ এখন আরও ব্যয়বহুল, রিচার্জের দাম আরও বাড়াতে চলেছে টেলিকম সংস্থাগুলো!
এই গাড়িগুলিতেও অফার: একই ভাবে, টাটা সাফারি কাজিরাঙ্গা এবং জেট সংস্করণে ৩০ হাজার টাকার নগদ ছাড় রয়েছে৷ এসইউভি-এর অন্য সব ভ্যারিয়েন্টে ২০,০০০ টাকার নগদ ছাড় পাওয়া যাচ্ছে। ক্রেতারা ২০ হাজার টাকার এক্সচেঞ্চ বোনাসের সুবিধাও পেতে পারেন৷ টাটা টিগর সেডান ৩৮,০০০ টাকা পর্যন্ত সাশ্রয়ী মূল্যে কেনা যাবে। এর মধ্যে রয়েছে ২০০০০ টাকার নগদ ছাড়, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৩,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। টিগর সিএনজি-তে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসের অফারও রয়েছে।
এছাড়া টাটার এর এন্ট্রি-লেভেল হ্যাচব্যাক টিগর ৩৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ২০,০০০ টাকা পর্যন্ত নগদ ছাড় এবং ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং সমস্ত ভেরিয়েন্টে ৩,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট মিলবে।