TRENDING:

ডিসেম্বরে শেষ হওয়ার কথা জিও-র ফ্রি পরিষেবা, তারপর কী ?

Last Updated:

ডিসেম্বর মাসের ৩১ তারিখে শেষ হয়ে যাওয়ার কথা রিল্যায়েন্স জিও-র ওয়েলকাম অফার অথার্ৎ ফ্রি পরিষেবা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ডিসেম্বর মাসের ৩১ তারিখে শেষ হয়ে যাওয়ার কথা রিল্যায়েন্স জিও-র ওয়েলকাম অফার অথার্ৎ ফ্রি পরিষেবা ৷ এরপর থেকেই সমস্ত গ্রাহকদের নম্বরে জিও-র বেস প্ল্যান নিজে থেকেই অ্যাকটিভেট হয়ে যাবে ৷ গ্রাহকরা নিজের নম্বরে স্ট্যান্ডার্ড ট্যারিফ প্ল্যান রিচার্জ করে ২৮ দিনের জন্য ফ্রি কলিং ও মেসেজের সুবিধা পেতে পারেন ৷ ওয়েলকম অফারে শেষ হয়ে যাওয়ার পর জিও পরিষেবা পেতে আপনাকে কত টাকা দিতে হবে দেখে নিন এক নজরে-
advertisement

সেপ্টেম্বর লঞ্চ হওয়া কোনও প্ল্যানে যদি আপনি নিজেকে সাবস্ক্রাইব করতে না চান তাহলে আপনি জিও-র বেস প্ল্যান ব্যবহার করতে পারেন ৷

জিও-র বেস প্ল্যান কী?

বেস প্ল্যানে আপনাকে সমস্ত পরিষেবার জন্য টাকা দিতে হবে ৷ ফোন করার জন্য, মেসেজ ও ডেটার জন্য আপনাকে আলাদা টাকা দিতে হবে ৷

advertisement

হোম সার্কেলে জিও-র বেস ট্যারিফ কী ?

যদি জিও সার্কেলে আপনি জিও ব্যবহার করেন তাহলে ভয়েস কলের জন্য (লোকাল, এসটিডি,অন/অফ নেটওয়ার্ক) প্রত্যেক সেকেন্ডের জন্য আপনাকে দু’পয়সা দিতে হবে ৷

ভিডিও কলের (লোকাল, এসটিডি,অন/অফ নেটওয়ার্ক) জন্য ৫ পয়সা প্রতি সেকেন্ডে ৷

লোকাল ও এসটিডি এসএমএস-এর জন্য লাগবে এক টাকা ৷

advertisement

৪জি ডেটা-০.৫ পয়সা প্রতি ১০ কেবি

রোমিংয়ের সময় জিও- বেস ট্যারিফ

সার্কেলের বাইরে জিও ব্যবহার করলে তাহলে লোকাল অউটগোয়িং ভয়েস কলের জন্য লাগবে ৪০ পয়সা প্রতি মিনিটে ৷

এসটিডি আউটগোয়িং ভয়েস কলের জন্য লাগবে ১.১৫ টাকা প্রতি মিনিটে ৷

ইনকামিং ভয়েস কলের জন্য লাগবে ১.১৫ টাকা প্রতি মিনিটে ৷

advertisement

এসএমএস (লোকাল, এসটিডি, ইন্টারন্যাশনাল)- ২৫ পয়সা, ৩৮ পয়সা ও ৫ টাকা প্রতি এসএমএসে ৷

৪জি ডেটা-০.৫ পয়সা প্রতি ১০ কেবি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণের যাত্রা শুরু করতে রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য নিয়ে এল এক ঝাঁক পরিষেবা ৷ সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল অন্য মোবাইল সংস্থার তুলনায় অনেকটাই সস্তাই পাওয়া যেতে চলেছে জিও-র পরিষেবা ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ডিসেম্বরে শেষ হওয়ার কথা জিও-র ফ্রি পরিষেবা, তারপর কী ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল