সেপ্টেম্বর লঞ্চ হওয়া কোনও প্ল্যানে যদি আপনি নিজেকে সাবস্ক্রাইব করতে না চান তাহলে আপনি জিও-র বেস প্ল্যান ব্যবহার করতে পারেন ৷
জিও-র বেস প্ল্যান কী?
বেস প্ল্যানে আপনাকে সমস্ত পরিষেবার জন্য টাকা দিতে হবে ৷ ফোন করার জন্য, মেসেজ ও ডেটার জন্য আপনাকে আলাদা টাকা দিতে হবে ৷
advertisement
হোম সার্কেলে জিও-র বেস ট্যারিফ কী ?
যদি জিও সার্কেলে আপনি জিও ব্যবহার করেন তাহলে ভয়েস কলের জন্য (লোকাল, এসটিডি,অন/অফ নেটওয়ার্ক) প্রত্যেক সেকেন্ডের জন্য আপনাকে দু’পয়সা দিতে হবে ৷
ভিডিও কলের (লোকাল, এসটিডি,অন/অফ নেটওয়ার্ক) জন্য ৫ পয়সা প্রতি সেকেন্ডে ৷
লোকাল ও এসটিডি এসএমএস-এর জন্য লাগবে এক টাকা ৷
৪জি ডেটা-০.৫ পয়সা প্রতি ১০ কেবি
রোমিংয়ের সময় জিও- বেস ট্যারিফ
সার্কেলের বাইরে জিও ব্যবহার করলে তাহলে লোকাল অউটগোয়িং ভয়েস কলের জন্য লাগবে ৪০ পয়সা প্রতি মিনিটে ৷
এসটিডি আউটগোয়িং ভয়েস কলের জন্য লাগবে ১.১৫ টাকা প্রতি মিনিটে ৷
ইনকামিং ভয়েস কলের জন্য লাগবে ১.১৫ টাকা প্রতি মিনিটে ৷
এসএমএস (লোকাল, এসটিডি, ইন্টারন্যাশনাল)- ২৫ পয়সা, ৩৮ পয়সা ও ৫ টাকা প্রতি এসএমএসে ৷
৪জি ডেটা-০.৫ পয়সা প্রতি ১০ কেবি ৷
ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণের যাত্রা শুরু করতে রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য নিয়ে এল এক ঝাঁক পরিষেবা ৷ সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল অন্য মোবাইল সংস্থার তুলনায় অনেকটাই সস্তাই পাওয়া যেতে চলেছে জিও-র পরিষেবা ৷