জলপাইগুড়ি দিনবাজারে দুই ধারে শুধুই আনারসের ছড়াছড়ি। নানা বাহনে চড়ে আনারস আসছে বাজারে! ভরা মরশুমে বাজারের গণ্ডি ছাড়িয়ে বিস্তৃত হয় আনারসের বাজার। জলপাইগুড়ি শহরের প্রধান ব্যস্ততম বাজার দিন বাজার থেকে শুরু করে সমাজ পাড়া, বেগুনটারি মোড় ইত্যাদি জায়গায় ছেয়ে গিয়েছে আনারসের বাজার।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে স্কুল ছুটির ঘোষণা ! আগামী ৫ দিনের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি, কোথায় জেনে নিন
advertisement
ব্যস্ততাও বেড়ে যায় সবার।দাম সাধ্যের মধ্যে থাকায় আনারসে বাজারে রীতিমতো উপচে পড়া ভীড় ।বর্ষার শুরুতেই বাজারে ছেয়ে গিয়েছে লাল হলুদ পাকা আনারস।যা কিনতেই রীতিমতো ভিড় শহরের বিভিন্ন জায়গায়।গ্রীষ্ম শেষে বর্ষায় আমের পরই এসেছে আনারস।
মূলত এই বছর দামের কিছুটা ফারাক থাকলেও সেই বিষয়ে আনারস প্রিয় মানুষ দামের হেরফের দেখছেন না।ব্যাগ ভর্তি করে কিনে নিচ্ছেন এই ফলটি।এক একটি ২০থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে আনারস।
এক ক্রেতা বলেন, মরশুমি ফল আনারস খেতে খুবই ভালো লাগে। বাজার করতে এসে দেখলাম চারিদিকে আনারসের ছড়াছড়ি। দামও সাধ্যের মধ্যেই তাই দু’জোড়া কিনে নিলাম।
সুরজিৎ দে