TRENDING:

বিনিয়োগে দীপাবলি ধামাকা, দেখে নিন কোন-কোন স্টকে এক বছরে ৪৭ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন

Last Updated:

এই দীপাবলিতে ভাল কোনও বিনিয়োগে হাত দিলে অবশ্যই সৌভাগ্য আসতে পারে। তবে তা বিচক্ষণতার সঙ্গেই করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীপাবলিতে সারা দেশ লক্ষ্মীদেবীর আরাধনা করে। সম্পদ আর প্রাচুর্যের প্রার্থনা নিয়ে আলোর উৎসবে মাতেন সকলে। সেই দীপাবলিতেই যদি ভাল বিনিয়োগের কথা ভাবা যায়, তবে তো সোনায় সোহাগা।
advertisement

এই দীপাবলিতে ভাল কোনও বিনিয়োগে হাত দিলে অবশ্যই সৌভাগ্য আসতে পারে। তবে তা বিচক্ষণতার সঙ্গেই করতে হবে। এমন বেশ কিছু স্টক রয়েছে যা সত্যিই পটকার মতো ধামাকা দিতে পারে। আসলে পেনি স্টক হল এমন স্টক যেখানে ঝুঁকি খুব বেশি কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলে রিটার্নের ক্ষেত্রে লাভের বিস্ফোরণ হতেই পারে। গত এক বছরে এই ধরনের অনেক স্টক ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীদের জন্য প্রচুর মুনাফা অর্জন করেছে। এমন অনেক স্টক রয়েছে যারা গত দীপাবলি থেকে বিনিয়োগকারীদের দশ হাজার শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।

advertisement

এমন কিছু আশ্চর্যজনক স্টকের কথা জেনে নেওয়া যাক যা প্রায় ৪৭ শতাংশ রিটার্ন দিতে পারে—

১. এর অন্যতম হল ‘ভারতী এয়ারটেল’-এর শেয়ার। যা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে।

২. এই তালিকায় দ্বিতীয় নামটি হতে পারে ‘চম্বল ফার্টিলাইজার’। এই মরশুমে এই স্টকটি প্রায় ৪৭ শতাংশের বাম্পার লাভ দিতে পারে।

advertisement

৩. এর পরের নামটি হতেই পারে ‘ফেডারেল ব্যাঙ্ক’। এই ব্যাঙ্কের শেয়ারে বিনিয়োগ করলে ১৬৫ টাকার লক্ষ্যে ৩০ শতাংশ রিটার্ন পাওয়া যেতে পারে।

অন্য একটি মতানুসারে

১. ‘অ্যালকন ইঞ্জিনিয়ারিং’-এর শেয়ারে বিনিয়োগ করলে এই মরশুমে ৪১৭ টাকায় ১৭ শতাংশ রিটার্ন পাওয়া যেতে পারে।

২. এই তালিকায় দ্বিতীয় নামটি অবশ্যই ‘ম্যাক্স হেলথ’-এর। এই রিপোর্ট অনুসারে, এই স্টকটি ৪৭০ টাকার লক্ষ্যে ১৭ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে।

advertisement

৩. ধামাকাদার শেয়ারের তালিকায় আরও একটি সংস্থার নাম উঠে আসছে। সেটি হল ‘এসজেএস এন্টারপ্রাইজ’। এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করলে ৫৯০ টাকার লক্ষ্যে ৩৫ শতাংশ রিটার্ন দিতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

তবে যে কোনও জায়গায় বিনিয়োগ করার আগে ভাল ভাবে সব দিক বিবেচনা করে নেওয়া প্রয়োজন। শুধু তাই নয়, কোনও বিশেষজ্ঞ বা আর্থিক উপদেষ্টার মতামত নেওয়া খুবই জরুরি। এখানে যে সংস্থাগুলির নাম বলা হয়েছে তা কিছু ব্রোকারেজ সংস্থা ও বিশেষজ্ঞের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। ফলে বিনিয়োগের আগে অবশ্যই পরিস্থিতি যাচাই করে নেওয়া দরকার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিনিয়োগে দীপাবলি ধামাকা, দেখে নিন কোন-কোন স্টকে এক বছরে ৪৭ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল