এই দীপাবলিতে ভাল কোনও বিনিয়োগে হাত দিলে অবশ্যই সৌভাগ্য আসতে পারে। তবে তা বিচক্ষণতার সঙ্গেই করতে হবে। এমন বেশ কিছু স্টক রয়েছে যা সত্যিই পটকার মতো ধামাকা দিতে পারে। আসলে পেনি স্টক হল এমন স্টক যেখানে ঝুঁকি খুব বেশি কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলে রিটার্নের ক্ষেত্রে লাভের বিস্ফোরণ হতেই পারে। গত এক বছরে এই ধরনের অনেক স্টক ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীদের জন্য প্রচুর মুনাফা অর্জন করেছে। এমন অনেক স্টক রয়েছে যারা গত দীপাবলি থেকে বিনিয়োগকারীদের দশ হাজার শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।
advertisement
এমন কিছু আশ্চর্যজনক স্টকের কথা জেনে নেওয়া যাক যা প্রায় ৪৭ শতাংশ রিটার্ন দিতে পারে—
১. এর অন্যতম হল ‘ভারতী এয়ারটেল’-এর শেয়ার। যা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে।
২. এই তালিকায় দ্বিতীয় নামটি হতে পারে ‘চম্বল ফার্টিলাইজার’। এই মরশুমে এই স্টকটি প্রায় ৪৭ শতাংশের বাম্পার লাভ দিতে পারে।
৩. এর পরের নামটি হতেই পারে ‘ফেডারেল ব্যাঙ্ক’। এই ব্যাঙ্কের শেয়ারে বিনিয়োগ করলে ১৬৫ টাকার লক্ষ্যে ৩০ শতাংশ রিটার্ন পাওয়া যেতে পারে।
অন্য একটি মতানুসারে
১. ‘অ্যালকন ইঞ্জিনিয়ারিং’-এর শেয়ারে বিনিয়োগ করলে এই মরশুমে ৪১৭ টাকায় ১৭ শতাংশ রিটার্ন পাওয়া যেতে পারে।
২. এই তালিকায় দ্বিতীয় নামটি অবশ্যই ‘ম্যাক্স হেলথ’-এর। এই রিপোর্ট অনুসারে, এই স্টকটি ৪৭০ টাকার লক্ষ্যে ১৭ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে।
৩. ধামাকাদার শেয়ারের তালিকায় আরও একটি সংস্থার নাম উঠে আসছে। সেটি হল ‘এসজেএস এন্টারপ্রাইজ’। এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করলে ৫৯০ টাকার লক্ষ্যে ৩৫ শতাংশ রিটার্ন দিতে পারে।
তবে যে কোনও জায়গায় বিনিয়োগ করার আগে ভাল ভাবে সব দিক বিবেচনা করে নেওয়া প্রয়োজন। শুধু তাই নয়, কোনও বিশেষজ্ঞ বা আর্থিক উপদেষ্টার মতামত নেওয়া খুবই জরুরি। এখানে যে সংস্থাগুলির নাম বলা হয়েছে তা কিছু ব্রোকারেজ সংস্থা ও বিশেষজ্ঞের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। ফলে বিনিয়োগের আগে অবশ্যই পরিস্থিতি যাচাই করে নেওয়া দরকার।