আজকের দিনে শেয়ার বাজারের (Stock Market News) কোন স্টক ক্রয় করলে এবং কোন স্টক বিক্রয় করলে বেশি লাভ হবে, সেই বিষয়ে নিজেদের মতামত জানিয়েছেন শেয়ার বাজারের বিশেষজ্ঞরা। এঁরা হলেন চয়েস ব্রোকিংয়ের (Choice Broking ) একজিকিউটিভ ডিরেক্টর সুমিত বাগাড়িয়া (Sumeet Bagadia), জিসিএল সিকিউরিটিজের (GCL Securities) ভাইস চেয়ারম্যান রবি সিঙ্ঘল (Ravi Singhal) এবং প্রফিসিয়েন্ট ইক্যুইটিস লিমিটেডের (Proficient Equities Limited) ফাউন্ডার এবং ডিরেক্টর মনোজ ডালমিয়া (Manoj Dalmia)।
advertisement
আরও পড়ুন - সেভিংস অ্যাকাউন্ট ও কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কী পার্থক্য, কী কী সুবিধা পাওয়া যায়
শেয়ার বাজারের এই বিশেষজ্ঞরা ৫টি স্টকের উল্লেখ করেছেন যা আজ ক্রয় এবং বিক্রয় করলে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ৫টি স্টক হল-
সুমিত বাগাডিয়ার স্টক
১ - ওয়েলসপান কর্প (Welspun Corp)- ক্রয় সিএমপি, লক্ষ্য ১৮০ টাকা থেকে ১৯০ টাকা, স্টপ লস ১৬০ টাকা।
২ - ডেল্টা কর্প (Delta Corp)- ক্রয় সিএমপি, লক্ষ্য ২৮০ টাকা, স্টপ লস ২৫০ টাকা।
রবি সিঙ্ঘলের স্টক
৩ - রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)- ক্রয় প্রায় ২৩০৫ টাকা, লক্ষ্য ২৩৭৭ টাকা, স্টপ লস ২২৭৭ টাকা।
আরও পড়ুন - সঠিক মিউচুয়াল ফান্ড কী ভাবে বেছে নেবেন?
মনোজ ডালমিয়ার স্টক
৪ - ত্রিজারা সলিউশনস (Trejhara Solutions)- ক্রয় প্রায় ৭৩ টাকা, লক্ষ্য ৭৯.৫০ টাকা, স্টপ লস ৬৯ টাকা।
৫ - জেনেসিস ইন্টারন্যাশনাল (Genesys International)- ক্রয় ৩১৪ টাকা, লক্ষ্য ৩৩৯ টাকা, স্টপ লস ২৯৮ টাকা।