TRENDING:

Digital Payments: নিজে গিয়ে টাকা জমা করার দরকার নেই, দেখে নিন পোস্ট অফিসের সেভিংস স্কিমে ডিজিটাল পেমেন্টের উপায়!

Last Updated:

Digital Payments: এক নজরে দেখে নেওয়া যাক এই আইপিপিবি সেভিংস অ্যাকাউন্ট খোলার উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করার জন্য পোস্ট অফিসে না গিয়ে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে তার প্রিমিয়াম জমা দেওয়া সম্ভব। এর জন্য খুলতে হবে একটি আইপিপিবি (IPPB) সেভিংস অ্যাকাউন্ট। এক নজরে দেখে নেওয়া যাক এই আইপিপিবি সেভিংস অ্যাকাউন্ট খোলার উপায়।
নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য সবথেকে ভালো এবং সুরক্ষিত স্কিম (Post Office Scheme) হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে শুধুমাত্র ২ হাজার টাকা বিনিয়োগ করেই নিজেদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করা সম্ভব।
নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য সবথেকে ভালো এবং সুরক্ষিত স্কিম (Post Office Scheme) হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে শুধুমাত্র ২ হাজার টাকা বিনিয়োগ করেই নিজেদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করা সম্ভব।
advertisement

আরও পড়ুন: ২০২২ সালের ১ জানুয়ারির আগে নতুন গাড়িতে পাওয়া যাচ্ছে প্রায় ২.৫৫ লাখ টাকার ছাড়!

স্টেপ ১ - প্রথমেই প্লে স্টোরে (Play Store) গিয়ে সার্চ করতে হবে আইপিপিবি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ।

স্টেপ ২ - এর পর সেটি ইনস্টল করতে হবে এবং ডাউনলোড হওয়ার অপেক্ষা করতে হবে।

স্টেপ ৩ - ডাউনলোড হয়ে গেলে ওপেন (Open) অপশনে ক্লিক করে সেই আইপিপিবি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপকে সকল অ্যাকসেস দিতে হবে।

advertisement

আরও পড়ুন: কোটি কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৪ হাজার টাকা জমা পড়বে, এই কাজ না করলে নাও পেতে পারেন

স্টেপ ৪ - এর পর ক্লিক করতে হবে 'ওপেন ইওর অ্যাকাউন্ট নাও' (Open Your Account Now) এবং এন্টার করতে হবে মোবাইল নম্বর, প্যান নম্বর সহ সকল তথ্য। এর পর কন্টিনিউ (Continue) অপশনে ক্লিক করতে হবে।

advertisement

স্টেপ ৫ - এর পর নিজেদের মোবাইল নম্বরে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) এন্টার করতে হবে।

স্টেপ ৬ - এর পর আধারের কিউআর কোড স্ক্যান করে নিজেদের আধার নম্বর এন্টার করতে হবে।

স্টেপ ৭ - এর পর 'চেকবক্স' (Checkbox) অপশনে টিক দিয়ে সাবমিট (Submit) অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৮ - এর পর নিজেদের মোবাইল নম্বরে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড এন্টার করতে হবে এবং 'পার্সোনাল ইনফরমেশন' (Personal Information) অপশনে ক্লিক করতে হবে।

advertisement

স্টেপ ৯ - এর পর নিজেদের পার্সোনাল ইনফরমেশন এন্টার করে 'সেভ' (Save) অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ১০ - এর পর ক্লিক করতে হবে 'প্যান অ্যান্ড কমিউনিকেসন অ্যাড্রেস' (PAN & Communication Address)। এর পর নিজেদের আয় সম্পর্কে তথ্য এন্টার করতে হবে।

স্টেপ ১১ - এর পর 'সেভ' অপশনে ক্লিক করে পরের পাতা নমিনি ডিটেলসে যেতে হবে।

advertisement

স্টেপ ১২ - এর পর ক্লিক করতে হবে 'অ্যাডিশনাল ইনফরমেশন' (Additional Service)। সেখানে সব তথ্য দিয়ে সেভ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ১৩ - এর পর 'অ্যাকাউন্ট ইনফরমেশনে' (Account Information) ক্লিক করে সকল তথ্য এন্টার করতে হবে।

স্টেপ ১৪ - এর পর 'চেকবক্স' অপশনে টিক দিয়ে 'সেভ' অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ১৫ - এর পর ক্লিক করতে হবে 'কন্টিনিউ' অপশনে।

স্টেপ ১৬ - এর পর নিজেদের মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেটি এন্টার করতে হবে। এর পর খুলে যাবে নিজেদের ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আইপিপিবি সেভিংস অ্যাকাউন্ট।

আরও পড়ুন: রান্নার গ্যাস বুক করলে একগুচ্ছ সুবিধা! ২৭০০ টাকার বাম্পার লাভ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই আইপিপিবি সেভিংস অ্যাকাউন্ট থেকেই কাটা হবে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের প্রিমিয়ামের টাকা।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Digital Payments: নিজে গিয়ে টাকা জমা করার দরকার নেই, দেখে নিন পোস্ট অফিসের সেভিংস স্কিমে ডিজিটাল পেমেন্টের উপায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল