TRENDING:

West Bengal DA Announcement: রাজ্যের বাজেটে বিরাট ঘোষণা, সরকারি কর্মচারিদের ডিএ ঘোষণা করা হল রাজ্য বাজেটে

Last Updated:

West Bengal DA Announcement: আগামী এপ্রিল মাসের অর্থবর্ষ থেকে এই নতুন হারে ডিএ কার্যকর করা হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্য বাজেটে ডিএ ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তিনি ঘোষণাতে বললেন, আগে ছিল তিন শতাংশ, সেখান থেকে আরও তিন শতাংশ যোগ করা হল৷ অর্থাৎ বর্তমানে ৬ শতাংশ হারে ডিএ দেওয়া হবে৷ সরকারি কর্মচারি ও পেনশনভোগীদের জন্য ডিএ দেওয়া হবে৷ আগামী এপ্রিল মাসের অর্থবর্ষ থেকে এই নতুন হারে ডিএ কার্যকর করা হবে৷
advertisement

ডিএ নিয়ে এ রাজ্যে বিবাদের শেষ নেই৷ একাধিক ক্রমে বিরোধীরা বারংবার এই নিয়ে বিরোধিতা চরমে তুলেছে৷ রাজ্য সরকারকে এই নিয়ে একাধিকবার প্রশ্নের মুখেও পড়তে হয়েছে৷ সেই প্রশ্নেরই জবাব রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হল বলে মনে করা হচ্ছে৷ এর আগে আদালতেও ডিএ দেওয়ার বিষয়ে নির্দেশ এসেছে৷

আরও পড়ুন: সাংসদ হিসাবে জনপ্রিয় হয়ে উঠছিলেন বলেই ছাঁটা হয়েছিল ডানা, আবারও বিস্ফোরক দাবি শুভেন্দুর

advertisement

গত ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠেছিল এই মামলা৷ সেখানেই বলা হয়, ডিএ নিয়ে আদালতের তরফ থেকে স্পষ্ট সিদ্ধান্ত পেতে অপেক্ষা করতে হবে আরও দু’মাস৷ আদালতের তরফ থেকে বলা হয়, ১৫ জানুয়ারি ফের আদালতে উঠবে এই মামলা৷ শীর্ষ আদালতে শুনানি পিছিয়ে যাওয়ায় এই নিয়ে অসন্তোষ ছিল সরকারি কর্মীদের মধ্যেও৷

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজো নয়, বর্ধমানের 'এই' গ্রামে কালীপুজোই আসল! দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ
আরও দেখুন

সে দিন আদালতের সরকারি কর্মচারিদের পক্ষ আইনজীবী আবেদন করেন, যেন পরের যেদিন আদালতে উঠবে সেদিনই যেন এই বিষয়ের শুনানি সেরে ফেলা হয়৷ তার পরেই দুই বিচারপতি মামলার পরবর্তী শুনানির দিন ১৫ মার্চ ঘোষণা করেন৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Bengal DA Announcement: রাজ্যের বাজেটে বিরাট ঘোষণা, সরকারি কর্মচারিদের ডিএ ঘোষণা করা হল রাজ্য বাজেটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল