বর্তমানে স্টেট ব্যাঙ্ক ৭ থেকে ৪৫ দিনের এফডি-তে ৩.৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য ৪.৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ ১৮০ থেকে ১ বছরের কম এফডিতে দেওয়া হচ্ছে ৫ শতাংশ সুদ ৷
১ বছর থেকে ১০ বছরের মধ্যে যে এফডি ম্যাচিওর করবে তাতে ৫.৭ শতাংশের হিসেবে সুদ দেওয়া হচ্ছে ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ০.৫০ শতাংশ বেশি সুদ দেওয়া হয়৷ এর আগে ২০২০-তে এসবিআই ফিক্সড ডিপোজিটে ২০ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছিল ৷ ২৮ মার্চ ২০২০ থেকে নতুন রেট লাগু করা হয়েছিল ৷
advertisement
১২ মে থেকে জারি হতে চলেছে নতুন রেট
৭ থেকে ৪৫ দিন- ৩.৩ শতাংশ
৪৬ থেকে ১৭৯ দিন- ৪.৩ শতাংশ
১৮০ থেকে ২১০ দিন - ৪.৮ শতাংশ
২১১ থেকে ১ বছর - ৪.৮ শতাংশ
১ থেকে ২ বছর- ৫.৫ শতাংশ
২ থেকে ৩ বছর - ৫.৫ শতাংশ
৩ থেকে ৫ বছর - ৫.৭ শতাংশ
৫ থেকে ১০ বছর - ৫.৭ শতাংশ
প্রবীণ নাগরিকদের জন্য
৭ থেকে ৪৫ দিন - ৩.৮ শতাংশ
৪৬ থেকে ১৭৯ দিন- ৪.৮ শতাংশ
১৮০ থেকে ২১০ দিন - ৫.৩ শতাংশ
২১১ থেকে ১ বছর - ৫.৩ শতাংশ
১ থেকে ২ বছর - ৬ শতাংশ
২ থেকে ৩ বছর- ৬ শতাংশ
৩ থেকে ৫ বছর - ৬.২ শতাংশ
৫ থেকে ১০ বছর - ৬.৫ শতাংশ