বর্তমানে স্টেট ব্যাঙ্ক ৭ থেকে ৪৫ দিনের এফডি-তে ৩.৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য ৪.৫ শতাংশ সুদ ৷ ১৮০ থেকে ১ বছরের কম এফডিতে দেওয়া হচ্ছে ৫ শতাংশ সুদ ৷
১ বছর থেকে ১০ বছরের মধ্যে যে এফডি ম্যাচিউর করবে তাতে ৫.৭ শতাংশের হিসেবে সুদ দেওয়া হচ্ছে ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ০.৫০ শতাংশ বেশি সুদ দেওয়া হয়৷ এর আগে ২০২০-তে এসবিআই ফিক্সড ডিপোজিটে ২০ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছিল ৷ ২৮ মার্চ ২০২০ থেকে নতুন রেট লাগু করা হয়েছিল ৷
advertisement
বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্কের তরফে আরও একটি বড় ঘোষণা করা হয়েছে ৷ হোম লোনে সুদের হার ০.১৫ শতাংশ কমানো হয়েছে ৷ এর জেরে সুদের হার ৭.৪০ থেকে কম ৭.২৫ শতাংশ হয়ে গিয়েছে ৷ নতুন রেট ১০ মে থেকে লাগু করা হবে ৷ এর আগে এপ্রিল মাসে স্টেট ব্যাঙ্কের থেকে সুদের হার কমানো হয়েছিল৷
এর জেরে যারা হোম লোন নিয়েছেন তাদের কিছুটা সুবিধা হবে ৷ কোনও ব্যক্তি ৩০ বছরের জন্য ব্যাঙ্ক থেকে ২৫ লক্ষ টাকা MCLR নির্ধারিত লোন নিয়ে থাকেন তাহলে প্রতি মাসে ২৫৫ টাকা বাঁচবে তাদের ৷