এস বি আই সূত্রে খবর, ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এই বিশেষ চিকিৎসা ঋণের ক্ষেত্রে সুদের হার বাৎসরিক ৮.৫%। প্রসেসিং ফি দিতে হবে না।
কেউ যদি মেয়াদের আগেই লোনটি বন্ধ করে দিতে চায় তবে তার জন্য আলাদা করে কোনও খরচ দিতে হবে না। লাগবে না কোনও প্রি-পেমেন্ট পেনাল্টি।
advertisement
এসবিআইয়ের এই ঋণের মেয়াদ ৫ বছর। যে কোনও তিন মাস ঝাড় পাওয়া যেতে পারে ঋণ শোধ দিকে দেওয়ার ক্ষেত্রে।
চাকুরীজীবী বা চাকরি করেন না এমন কোনো গ্রাহক, এমনকি অবসরপ্রাপ্ত কোনও ব্যক্তি তাঁর পরিবারের জন্য এই লোন নিতে পারেন।
এই লোনটি নেওয়ার জন্য করোনা টেস্টের রিপোর্ট লাগবে। তবে ব্যাঙ্কের, অন্যান্য সাধারণ লোন পেতে যে সব ডকুমেন্টস লাগে তা এক্ষেত্রে লাগবে না বলেই জানাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
নিকটবর্তী এসবিআই ব্রাঞ্চে গিয়ে এই লোনের জন্য আবেদন জানাতে পারে কোনও গ্রাহক। এছাড়া ইওনো মোবাইল ব্যাঙ্কিং অ্যাপেও এই লোন সম্পর্কে জানা যেতে পারে।