Gohoardings.com এর ফাউন্ডার দিপ্তি আওয়াস্তি শর্মা এই ব্যবসা করে মাসে প্রায় ১ কোটি টাকা আয় করছেন ৷ দিপ্তি শর্মা ২০১৬ সালে অনলাইন হোর্ডিংয়ের ব্যবসা শুরু করেছিলেন ৷ তখন তাঁর বয়স মাত্র ২৭ বছর ছিল ৷ মাত্র ৫০ হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসা শুরু করেছিলেন ৷ পরের বছর থেকে প্রায় ১২ কোটি টাকা আয় করতে শুরু করেন ৷ এবং এক বছর পর সংস্থার টার্নওভার প্রায় ২০ কোটির বেশি হয়ে যায় ৷
advertisement
মার্কেটিং ও টেকনোলজির সাহায্যে এই ব্যবসা শুরু করা যেতে পারে ৷ এর জন্য কেবল আপনার ডোমেন নেম দিয়ে একটি ওয়েবসাইট বানাতে হবে ৷ এবং সেটা নিজেকে প্রোমোট করতে হবে ৷ প্রথমে দেখতে হবে কোথায় এবং কারা বিজ্ঞাপন দেওয়ার জন্য জায়গা খুঁজছে ৷ তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হবে ৷ এইভাবে দ্রুতগতিতে আপনার ব্যবসা বাড়তে থাকবে ৷
সবচেয়ে প্রথমে গো হোর্ডিংয়ের ওয়েবসাইটে গ্রাহকদের লগইন করতে হবে ৷ এরপর ওয়েবসাইটে গিয়ে নিজেক লোকেশন সার্চ করে সিলেক্ট করতে হবে ৷ লোকেশন সিলেক্ট হওয়ার পর সংস্থার কাছে একটি ই-মেল যাবে ৷ এরপর সংস্থার তরফে সাইট ও লোকেশন সম্বন্ধে কনফার্মেশন গেলে গ্রাহকের তরফে আর্টওয়ার্ক ও অর্ডার আসবে ৷ লোকেশন সাইটে লাইভ হওয়ার জন্য একটি আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া হয়ে থাকে ৷ এই সংস্থা এক মাসের জন্য একটি হোর্ডিংয়ের ক্ষেত্রে ১ লক্ষ টাকা নিয়ে থাকে ৷
