মুক্তর চাষ করার জন্য কী কী লাগবে ?
এর জন্য একটি পুকুর, ঝিনুক (যেখান থেকে মুক্ত তৈরি করা হয়) এবং প্রশিক্ষণ, এই তিনটি জিনিস প্রয়োজন ৷ পুকুর আপনি নিজের খরচায় বানাতে পারবেন বা সরকারের থেকে ৫০ শতাংশ সাবসিডির সুবিধাও নিতে পারেন ৷ ঝিনুক দেশের বিভিন্ন রাজ্যে পাওয়া যায় ৷ তবে দক্ষিণ ভারত এবং বিহারের দ্বারভাঙায় ঝিনুকের কোয়ালিটি সবচেয়ে ভাল ৷ এই চাষের জন্য দেশে একাধিক সংস্থা রয়েছে যারা প্রশিক্ষণ দিয়ে থাকে ৷
advertisement
কীভাবে চাষ করা হয় ?
সবার প্রথমে ঝিনুকগুলি একটি জালে বেঁধে পুকুরে ১০ থেকে ১৫দিনের জন্য ডুবিয়ে রাখা হয় ৷ এরপর সেগুলিকে তুলে সার্জারি করা হয় ৷ সার্জারি মানে ঝিনুকের ভিতরে একটি কণা বা পার্টিকেল ঢোকানো হয় ৷ এরপর উপরেই ঝিনুকের স্তর তৈরি হয়, যা পরবর্তীতে মুক্তায় পরিণত হয়।
কত টাকায় এই ব্যবসা শুরু করা যাবে ?
একটি ঝিনুক তৈরি করতে ২৫ থেকে ৩৫ টাকা খরচা হয়ে থাকে ৷ তৈরি হয়ে যাওয়ার পর একটি ঝিনুক থেকে ২টি মুক্ত পাওয়া যায় ৷ একটি মুক্তোর দাম কমপক্ষে ১২০ টাকা হয় ৷ কোয়ালিটি ভাল হলে ২০০ টাকারও বেশি দাম হতে পারে ৷ এক একের পুকুরে ২৫ হাজার ঝিনুক তৈরি করলে প্রায় ৮ লক্ষ টাকা খরচ হবে ৷ তৈরি হতে গিয়ে ধরে নেওয়া যাক ৫০ শতাংশ নষ্ট হয়ে গেল তা হলেও হিসেব অনুযায়ী বছরে প্রায় ৩০ লক্ষ টাকা আয় করতে পারবেন ৷