আরও পড়ুন: ইন্টারনেট ও মোবাইল ডেটা ছাড়াই মিনিটের মধ্যে জানতে পারবেন আপনার PF ব্যালেন্স!
শুরু করতে পারেন চক তৈরির ব্যবসা -
চক তৈরির ব্যবসায় পুঞ্জি হিসেবে খুব কম টাকা লাগে ৷ মাত্র ১০ হাজার টাকা দিয়ে বাড়িতে বসেই এই ব্যবসা শুরু করা যেতে পারে ৷ চক তৈরির জন্য বেশ কোনও সামগ্রীর দরকার পড়বে না ৷ এখানে সাদা চকের পাশাপাশি রঙিন চকও তৈরি করা যেতে পারে ৷ চক মূলত প্লাস্টার অফ প্যারিস থেকে তৈরি করা হয় ৷ এটা সাদা রঙের পাউডার হয় ৷ এটি এক ধরনের মাটি যা জিপসম পাথর থেকে তৈরি করা হয় ৷
advertisement
আরও পড়ুন: মাত্র ৫৩,০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে আয় করবেন ৩৫ লক্ষ টাকা, মিলবে সরকারের সাহায্য
করোনার দ্বিতীয় ঢেউয়ের পর থেকে বেশির ভাগ রাজ্যে স্কুল-কলেজ খুলে গিয়েছে ৷ আশপাশের কলেজ ও স্কুলে সম্পর্ক করে সেখানে চক সাপ্লাই করে প্রতি মাসে মোটা আয় করতে পারবেন ৷ বাজারে চকের এক বাক্সের দাম ১০ টাকা থেকে ৬০০ টাকা হয় ৷ কোয়ালিটির উপর নির্ভর করে চকের দাম ঠিক করা হয় ৷
গোটা বছর খামের চাহিদা থাকে, হতে পারে ভাল আয়....
খাম তৈরি করা অত্যন্ত সহজ এবং সস্তার ব্যবসা ৷ এর ব্যবহার প্যাকেজিংয়ের জন্য করা হয় ৷ কাগজ ও কার্ড বোর্ড থেকে তৈরি করা হয় ৷ এর চাহিদা গোটা বছর থাকে ৷ এই ব্যবসাটিও আপনি বাড়ি থেকে শুরু করতে পারবেন ৷ ১০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে এই ব্যবসা শুরু করা যাবে ৷ বড় স্তরে এই ব্যবসা করতে চাইলে খাম তৈরির মেশিন লাগবে ৷ এর জন্য ৫,০০,০০০ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে ৷
আরও পড়ুন: ১৬ দিনের মধ্যে এই কাজটি না করলে আটকে যাবে পেনশনের টাকা
বর্তমানে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় কাগজের খামের চাহিদা অনেকটাই বেশি ৷ আপনার এলাকায় আশপাশের দোকানে সরাসরি কাগজের খাম সাপ্লাই দিয়ে মোটা টাকা আয় করতে পারবেন ৷ গিফ্ট প্যাকিং থেকে সবজি রাখা, সব কিছুর জন্য কাগজের খাম কাজে লাগে ৷