TRENDING:

চাকরির পাশাপাশি মাত্র ১০,০০০ টাকায় শুরু করুন এর মধ্যে যে কোনও একটি ব্যবসা, আয় করবেন লক্ষ লক্ষ টাকা

Last Updated:

কম টাকা ইনভেস্ট করে চাকরির পাশাপাশি কী কী ব্যবসা করা যেতে পারে দেখে নিন এখানে -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মোটা টাকা আয় করার (How to earn money?)জন্য চাকরির পাশাপাশি আপনিও সামান্য টাকা ইনভেস্ট করে শুরু করতে পারবেন এই ব্যবসা ৷ এর জন্য চাকরি ছাড়ার কোনও প্রয়োজন নেই ৷ বাড়িতে বসেই নাম মাত্র টাকা ইনভেস্ট করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় (Earn money) করতে পারবেন ৷ ব্যবসার মার্কেটিং অনলাইন বা অফলাইন (Online business) দু’ভাবে করেই মোটা টাকা লাভ করতে পারবেন ৷ কম টাকা ইনভেস্ট করে চাকরির পাশাপাশি কী কী ব্যবসা করা যেতে পারে দেখে নিন এখানে -
advertisement

আরও পড়ুন: ইন্টারনেট ও মোবাইল ডেটা ছাড়াই মিনিটের মধ্যে জানতে পারবেন আপনার PF ব্যালেন্স!

শুরু করতে পারেন চক তৈরির ব্যবসা -

চক তৈরির ব্যবসায় পুঞ্জি হিসেবে খুব কম টাকা লাগে ৷ মাত্র ১০ হাজার টাকা দিয়ে বাড়িতে বসেই এই ব্যবসা শুরু করা যেতে পারে ৷ চক তৈরির জন্য বেশ কোনও সামগ্রীর দরকার পড়বে না ৷ এখানে সাদা চকের পাশাপাশি রঙিন চকও তৈরি করা যেতে পারে ৷ চক মূলত প্লাস্টার অফ প্যারিস থেকে তৈরি করা হয় ৷ এটা সাদা রঙের পাউডার হয় ৷ এটি এক ধরনের মাটি যা জিপসম পাথর থেকে তৈরি করা হয় ৷

advertisement

আরও পড়ুন: মাত্র ৫৩,০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে আয় করবেন ৩৫ লক্ষ টাকা, মিলবে সরকারের সাহায্য

করোনার দ্বিতীয় ঢেউয়ের পর থেকে বেশির ভাগ রাজ্যে স্কুল-কলেজ খুলে গিয়েছে ৷ আশপাশের কলেজ ও স্কুলে সম্পর্ক করে সেখানে চক সাপ্লাই করে প্রতি মাসে মোটা আয় করতে পারবেন ৷ বাজারে চকের এক বাক্সের দাম ১০ টাকা থেকে ৬০০ টাকা হয় ৷ কোয়ালিটির উপর নির্ভর করে চকের দাম ঠিক করা হয় ৷

advertisement

গোটা বছর খামের চাহিদা থাকে, হতে পারে ভাল আয়....

খাম তৈরি করা অত্যন্ত সহজ এবং সস্তার ব্যবসা ৷ এর ব্যবহার প্যাকেজিংয়ের জন্য করা হয় ৷ কাগজ ও কার্ড বোর্ড থেকে তৈরি করা হয় ৷ এর চাহিদা গোটা বছর থাকে ৷ এই ব্যবসাটিও আপনি বাড়ি থেকে শুরু করতে পারবেন ৷ ১০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে এই ব্যবসা শুরু করা যাবে ৷ বড় স্তরে এই ব্যবসা করতে চাইলে খাম তৈরির মেশিন লাগবে ৷ এর জন্য ৫,০০,০০০ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে ৷

advertisement

আরও পড়ুন: ১৬ দিনের মধ্যে এই কাজটি না করলে আটকে যাবে পেনশনের টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বর্তমানে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় কাগজের খামের চাহিদা অনেকটাই বেশি ৷ আপনার এলাকায় আশপাশের দোকানে সরাসরি কাগজের খাম সাপ্লাই দিয়ে মোটা টাকা আয় করতে পারবেন ৷ গিফ্ট প্যাকিং থেকে সবজি রাখা, সব কিছুর জন্য কাগজের খাম কাজে লাগে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চাকরির পাশাপাশি মাত্র ১০,০০০ টাকায় শুরু করুন এর মধ্যে যে কোনও একটি ব্যবসা, আয় করবেন লক্ষ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল