এই বিষয়ে আউটডোর অ্যাডভার্টাইজিং স্টার্টআফ সংস্থা Gohoardings.com এর ফাউন্ডার দীপ্তি আওয়াস্তি শর্মার সঙ্গে কথা বলেছে News18 ৷ এই ব্যবসায় দীপ্তি শর্মা প্রতি মাসে প্রায় ১ কোটি টাকার বেশি আয় করেন ৷ ২০১৬ থেকে অনলাইন হোর্ডিংয়ের ব্যবসা শুরু করেছিলেন দীপ্তি ৷ মাত্র ৫০ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করেছিলেন ৷ আগামী বছর প্রায় ১২ কোটি টাকা আয় করেন তিনি এবং এরপর থেকে সংস্থার টার্নওভার প্রায় ২০ কোটির বেশি হয়ে যায় ৷
advertisement
মার্কেটিং এবং টেকনিক্যাল সার্পোটের মাধ্যমে এই ব্যবসা শুরু করা যেতে পারে ৷ এর জন্য কেবল নিজের ডোমেন নামে একটি ওয়েবসাইট শুরু করতে হবে ৷ আপনাকে নিজেই নিজের ওয়েবাসইট প্রোমোট করতে হবে ৷ প্রথমে দেখতে হবে কোথায় কী বিজ্ঞাপন দিতে চাইছে ৷ যাঁরা বিজ্ঞাপন দিতে চাইছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হবে ৷ খুব দ্রুত গতিতে এই ব্যবসা বেড়ে চলেছে ৷
সবার প্রথমে গো হোর্ডিং ডট কম ওয়েবাসাইটে কাস্টোমারকে লগইন করতে হবে ৷ এরপর ওয়েবাসইটে গিয়ে লোকেশন সার্চ করে সিলেক্ট করতে হবে ৷ লোকেশন সিলেক্ট হওয়ার পর সংস্থার কাছে একটি মেল চলে আসবে ৷ এরপর সংস্থার তরফে সাইট ও লোকেশন নিয়ে কনফার্মেশন পাঠানো হবে ৷ এরপর কাস্টোমারের তরফে আর্টওয়ার্ক ও অর্ডার আসবে ৷ লোকেশন সাইটে লাইভ হওয়ার জন্য একটি আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে ৷ এই সংস্থা একটি হোর্ডিং এক মাস লাগিয়ে রাখার জন্য প্রায় ১ লক্ষ টাকা নিয়ে থাকে ৷
দীপ্তি জানিয়েছেন, দিল্লি, মুম্বইয়ের মতো হাই প্রোফাইল লোকেশনে একটি হোর্ডিয় লম্বা সময় পর্যন্ত রাখার জন্য প্রায় ১০ লক্ষ টাকা চার্জ করেন তার সংস্থা ৷ এই হিসেব অনুযায়ী মাসে ১০টি হোর্ডিং এলে আপনি ১ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারবেন ৷