এলআইসি-র এরকম একটি পলিসি রয়েছে যা বাচ্চাদের ভবিষ্যতের দরকারের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ৷ নাম এলআইসি নিউ চিলড্রেন্স মানি ব্যাক প্ল্যান (LIC New Children’s Money Back Plan) ৷
পলিসির বিষয়ে জেনে নিন বিস্তারিত
- এই বিমা শুরু করার ন্যূনতম বয়স ০ বছর
- বিমা শুরু করার অধিকতম বয়স ১২ বছর
- ন্যূনতম ১০,০০০ টাকা বিমা করাতে হবে
- অধিকতম যত ইচ্ছের টাকার বিমা করাতে পারবেন, এর কোনও লিমিট নেই
- প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডারের অপশন রয়েছে
advertisement
এলআইসি-র নিউ চিলড্রেন্স মানি ব্যাক প্ল্যানের ম্যাচিউরিটি মোট ২৫ বছরের হয় ৷
মানি ব্যাক ইনস্টলমেন্ট- এই প্ল্যান অনুযায়ী (LIC New Children's Money Back Plan), এলআইসি বাচ্চাদের ১৮ বছর, ২০ বছর ও ২২ বছর হওয়ায় বেসিক সাম ইনসিউর্ডের ২০-২০ শতাংশ টাকা দিয়ে থাকে ৷
৪০ শতাংশ টাকা দেওয়া হয় ম্যাচিউরিটিতে- ২৫ বছর হয়ে গেলে বাকি ৪০ শতাংশ টাকা দেওয়া হয় ৷ এর সঙ্গে আনুসাঙ্গিক সমস্ত বোনাসের টাকাও দেওয়া হয় ৷
ম্যাচিউরিটি বেনিফিট- পলিসি ম্যাচিউর হওয়ার সময় (পলিসি হোল্ডারের মৃত্যু না হয়ে থাকলে) পলিসি হোল্ডারকে বাকি ৪০ শতাংশ টাকা বোনাসের সঙ্গে দেওয়া হয় ৷
ডেথ বেনিফিট- পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে বিমার টাকার পাশাপাশি বোনাস দেওয়া হবে ৷ ডেথ বেনিফিট মোট প্রিমিয়াম পেমেন্টের ১০৫ শতাংশের কম হবে না ৷