সুকন্যা সমৃদ্ধির পাশাপাশি সরকার ৩ বছরের আমানতের সুদের হারও বাড়িয়েছে। আগে সরকার ৩ বছরের আমানতে ৭ শতাংশ সুদ দিত, যা এখন বেড়ে ৭.১ শতাংশ হয়েছে। সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ-এর সুদের হারে কোনও পরিবর্তন করেনি। কেন্দ্রীয় সরকার ১ বছরের আমানতের সুদের হার বাড়ায়নি। আগের মতোই এক বছরের আমানতে গ্রাহকদের ৬ দশমিক ৯ শতাংশ সুদ প্রদান অব্যাহত রাখবে সরকার।
advertisement
২ বছরের আমানতে সুদের হার সম্পর্কে কথা বললে, সরকার তাতেও কোনও বৃদ্ধি করেনি। আগের মতো এবারও ৭ শতাংশ সুদ পাবেন গ্রাহকরা।
তবে ৩ বছরের আমানতের সুদের হার সামান্য বৃদ্ধি করা হয়েছে। এখন গ্রাহকরা ৩ বছরের আমানতে ৭ শতাংশের পরিবর্তে ৭.১ শতাংশ সুদ পাবেন।
আরও পড়ুন, ১৮ মাসের অপেক্ষা শেষ! অবস্থান বদলাচ্ছে রাহু, হু হু করে টাকা আসবে ৩ রাশির কাছে
আরও পড়ুন, কোভিডেই শেষ নয়! চিনের রহস্যময় নিউমোনিয়া থেকে অ্যাডিনো, ২০২৩ দেখেছে বিপদের কোন কোন ‘বীজ’?
৫ বছরের আমানতের কথা বললে, গ্রাহকরা আগের মতোই ৭.৫ শতাংশ সুদ পাবেন।এতে কোনও পরিবর্তন নেই। অনেকগুলি স্কিম রয়েছে যেখানে কোনও পরিবর্তন করা হয়নি। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মাসিক ইনকাম অ্যাকাউন্ট স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম, কিষাণ বিকাশ পত্র এতে অন্তর্ভুক্ত রয়েছে।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদ হবে আগের মতো ৮.২ শতাংশ, মাসিক ইনকাম অ্যাকাউন্ট স্কিমে ৭.৪ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ৭.৭ শতাংশ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে ৭.১ শতাংশ এবং কিষাণ বিকাশ পত্রে ৭.৫ শতাংশ।