TRENDING:

Agriculture News: আমন ধান কাটার পর ফাঁকা জমিতে কম খরচ, কম সময়ের কিছু চাষ করলে লাভের পাশাপাশি জমি হবে উর্বর! তালিকা দিল কৃষি দফতর

Last Updated:

South 24 Parganas Agriculture News: আমন ধান কাটার পর পড়ে থাকা জমিতে কী চাষ করলে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন তাই জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, নিমপিঠ, সুমন সাহা: জেলা জুড়ে শুরু হয়েছে জমিতে আমন ধান কাটার ধান কাজ আর এই ধান কাটার পর পড়ে থাকা জমিতে কী চাষ করলে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন তাই জেনে নিন। এই বিষয়ে জানালেন নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী। আমন ধান কাটার পর মাঠ কিছুদিন ফাঁকা থাকে, তাই সেই সময়টায় সঠিক ফসল বেছে নিলে কৃষকরা খুব অল্প সময় ও খরচে অতিরিক্ত আয় করতে পারেন।
advertisement

আমন কাটার পর ডিসেম্বর পর্যন্ত সময় সবচেয়ে উপযুক্ত আগাম ও স্বল্পমেয়াদী ফসলের জন্য। ধান কাটার পর মাঠ কিছুদিন ফাঁকা থাকে, তাই সেই সময়টায় সঠিক ফসল বেছে নিন কৃষকরা খুব অল্প সময় ও কম খরচে অতিরিক্ত আয় করতে পারেন। নিচে অঞ্চল ও সময় অনুযায়ী উপযুক্ত ফসলের তালিকা। ডিসেম্বর পর্যন্ত সময় সবচেয়ে উপযুক্ত আগাম ও স্বল্পমেয়াদী ফসলের উপযুক্ত ফসল জন্য সরিষা পাটশাক, ধনেপাতা, মুসুর, শিম ,পেঁয়াজ, ছোলা রসুন, মুগ ডাল, খেসারি ডাল, মটরশুঁটি, পাটশাক, লাল শাক, পালং শাক, মুলা, গাজর, বিট, আলু।

advertisement

আরও পড়ুন: আলু চাষেই ব্যাপক লাভ, ১৪ হাজার খরচে আয় হতে পারে ৫০ হাজার টাকা! শুধু চিনতে সঠিক প্রজাতি

View More

আগাম জাত যেমন ডায়মন্ড, কার্ডিনাল, লাল পাট এসব ফসল সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তোলা যায়, এতে জমির উর্বরতা বাড়ে ও বাড়তি আয় হয়। রবি মরশুমের জনপ্রিয় ফসল তারপর সহজেই বোরো ধান রোপণ করা যায়। ফসল রোপণ সময় ফসল তোলার সময় সরিষা নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মুসুর, খেসারি, ছোলা নভেম্বর ফেব্রুয়ারি মার্চ রসুন পেঁয়াজ নভেম্বর মার্চ–এপ্রিল। আলু নভেম্বর-ফেব্রুয়ারি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানে শীত জমে ক্ষীর, পাওয়া যাচ্ছে গরম গরম পাটিসাপটা! মাত্র ১৫ টাকাতেই 'দিলখুশ'
আরও দেখুন

সবজি চাষে তুলনামূলকভাবে বেশি লাভ হয় এবং স্থানীয় বাজারে চাহিদা থাকে। সবুজ সার ফসল যদি বোরো ধান চাষের প্রস্তুতি নিতে চান, তবে কিছুদিন সবুজ সার ফসল লাগানো ভাল। এতে মাটিতে জৈব পদার্থ বাড়ায় ও উর্বরতা উন্নত করে। আমন ধান কাটার ১৫–২০ দিন আগে থেকেই কিছু ফসল রোপণ করে দেওয়া যায় ধান কাটার পর জমি চাষ দিয়ে হালকা শুকিয়ে বীজ বপন করুন। জৈব সার যেমন গোবর সার ২–৩ টন বিঘা ব্যবহার করুন। ট্রাইকোডার্মা ও নিম খোল মিশিয়ে মাটি প্রস্তুত করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই আর দেরি না করে এই নিয়মগুলো মেনে আমন ধান কাটার পরে এই চাষগুলি আপনারা করতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: আমন ধান কাটার পর ফাঁকা জমিতে কম খরচ, কম সময়ের কিছু চাষ করলে লাভের পাশাপাশি জমি হবে উর্বর! তালিকা দিল কৃষি দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল