সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল বাড়িতে বসে মাত্র এক টাকা খরচা করলেই পেয়ে যাবেন নগদ টাকা ৷
সম্প্রতি ‘ক্যাশ@সেল’ পরিষেবা শুরু করেছে স্ন্যাপডিল ৷ স্ন্যাপডিলের অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে নগদ টাকা অর্ডার দিতে পারবেন এবার থেকে ৷ তবে ২০০০ টাকার বেশি অর্ডার দেওয়া যাবে না বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷
advertisement
তবে এই পরিষেবা পেতে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে -
১. প্রথমে দেখে নিন আপনার এলাকায় স্ন্যাপডিল এই পরিষেবা দিচ্ছে কিনা ৷ যদি থাকে তাহলে আপনার অ্যাপ থেকে নগদ টাকার অর্ডার দিন ৷ এই অর্ডার দেওয়ার সময় অন্য কোনও জিনিস কেনার বাধ্যতা থাকছে না ৷
২. এই পরিষেবা দিতে গ্রাহকের বাড়িতে সোওয়াইপ মেশিন নিয়ে পৌঁছে যাবে স্ন্যাপডিলের ডেলিভারি ম্যান ৷ আপনার কার্ড সোয়াইপ করুন ৷ এরপর সে টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে ৷
৩. স্ন্যাপডিল এই পরিষেবা দেওয়ার জন্য এক টাকা চার্জ নিচ্ছে যা আপনার কার্ড থেকেই কেটে নেওয়া হবে ৷
৪. যে গ্রাহকদের কাছে নগদে পেমেন্ট পেয়েছেন সেই টাকা তারা এই পরিষেবার কাজে লাগাচ্ছেন ৷ আপাতত গুরগাঁও ও বেঙ্গালুরুতে এই পরিষেবা চালু করা হয়েছে ৷ খুব শীঘ্রই বাকি শহরেও এই পরিষেবা চালু করা হবে ৷