এই অফার ফর সেলে সফটব্যাঙ্ক সহ আরও ৭টি শেয়ারধারক নিজেদের আংশিক অংশীদারিত্ব বিক্রয় করবে। এর মধ্যে Foxconn, Sequoia Capital, Ontario Teacher's Pension Plan Board-এর মতো শেয়ারধারকেরা রয়েছে। সব নিয়ে কোম্পানির ইক্যুইটি শেয়ার ক্যাপিট্যালের ৮ শতাংশ অংশীদারিত্ব বিক্রয় করা হবে। জনপ্রিয় ই-কমার্স কোম্পানি Snapdeal-এ রয়েছে ৭১টি শেয়ারধারক, এর মধ্যে সবথেকে বেশি অংশীদারিত্ব রয়েছে সফটব্যাঙ্কের। এর মধ্যে সফটব্যাঙ্কের প্রায় ৩৫.৪১ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। জনপ্রিয় ই-কমার্স কোম্পানি Snapdeal-এর ফাউন্ডার কুণাল বহল এবং রোহিত বনসলের মোট অংশীদারিত্ব রয়েছে ২০.২৮ শতাংশ। এই দুই ফাউন্ডারের মধ্যে একজনও নিজেদের অংশীদারিত্ব বিক্রয় করবেন না। মনে করা হচ্ছে এখান থেকে পাওয়া টাকা ব্যবহার করা হবে কোম্পানির গ্রোথ, লজিস্টিক ক্যাপাসিটি, টেকনোলজি ইনফোস্ট্রাকচার ইত্যাদি উন্নত করার জন্য।
advertisement
ছোট শহরের ওপর কোম্পানির নজর
জনপ্রিয় ই-কমার্স কোম্পানি Snapdeal ভারতের বিভিন্ন ছোট শহরের ওপর ফোকাস করেছে। এদের ৮৬ শতাংশের বেশি অর্ডার মেট্রো শহরের বাইরে করা হয়। বিগত সপ্তাহে Snapdeal কোম্পানির ফাউন্ডার কুণাল বহল নিজের ব্লগে জানিয়েছেন, "আমাদের কোম্পানির ব্র্যান্ড মেট্রো শহরের জন্য নয়। Snapdeal এর ৭০ শতাংশ গ্রাহক টিয়ার-২ শহরে বসবাস করে।"
নেট ভ্যালু বেড়েছে ৮২.৪৮ শতাংশ
ডিআরএইচপি অনুযায়ী বিগত ২টি ত্রৈমাসিকে Snapdeal-এর নেট ভ্যালু বেড়েছে প্রায় ৮২.৪৮ শতাংশ। Snapdeal-এর নেট ভ্যালু আর্থিক বর্ষ ২০২১-এর চতুর্থ ত্রৈমাসিকে ২০৫ কোটি টাকা ছিল। আর্থিক বর্ষ ২০২২-এর চতুর্থ ত্রৈমাসিকে তা বেড়ে ৩৭৪ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এই IPO-এর আগেই Snapdeal-এর সহায়ক কোম্পানি ইউনিকমার্স (Unicommerce) সফটব্যাঙ্কের থেকে প্রায় ৩০ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণ করার জন্য বিনিয়োগ জোগাড় করেছে ৷