সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি আরটিআই আবেদনে প্রকাশিত হয়েছে এই তথ্য৷ রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ক্ষুদ্র ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অনাদায়ী ঋণের পরিমাণ বাড়ছে লাফিয়ে৷ এর একমাত্র কারণ হিসেবে আরবিআই জানাচ্ছে, জিএসটি ও বিমুদ্রাকরণ৷
advertisement
আরবিআই-এর মনিটারি পলিসি ডিপার্টমেন্টের একটি বিবৃতিতে বলা হচ্ছে, 'বিশেষ করে, স্বর্ণ ও রত্ন শিল্পে ঠিকা শ্রমিকরা পারিশ্রমিক নিয়মিত পাচ্ছেন না নোটবন্দির পর থেকে৷ জিএসটি চালু হওয়ায় বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প করের আওতায় চলে আসায়, তাদের খরচ বেড়েছে৷ ফলে সেই ধাক্কা সামলে উঠতে পারছে না৷'
দেখা যাচ্ছে, নোটবন্দির আগে ভারতের বিভিন্ন রাজ্যের ছোট জেলাগুলির আর্থিক ভাবে যে উন্নতি ঘটছিল, তা ধাক্কা খেয়েছে৷ ব্যবসা ধুঁকছে৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 03, 2018 9:41 AM IST