বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পরিকল্পনা। স্বল্প বা দীর্ঘ মেয়াদ, যাই হোক না কেন, সঠিক বিনিয়োগ পরিকল্পনাই মসৃণভাবে আর্থিক লক্ষ্যে পৌঁছে দেবে। বিনিয়োগ প্রক্রিয়ার আর একটি গুরুত্বপূর্ণ জিনিস হল সঞ্চয়। সন্তানের প্রয়োজনগুলো মেটাতে যে পরিমাণ যথেষ্ট মনে হয় তা অবশ্যই গণনা করে দেখতে হবে। অনেকগুলি বিনিয়োগ বিকল্প রয়েছে যা সন্তানের নিরাপদ আর্থিক ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করতে পারে।
advertisement
আরও পড়ুন: মাস্কের ‘তাণ্ডব’ চলছে, এবার ৪,৪০০ চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করল ট্যুইটার!
স্টক: স্টকে দীর্ঘমেয়াদি বিনিয়োগই লাভজনক। তবে ঝুঁকি আছে। কিন্তু দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনে স্টকের কোনও বিকল্প নেই, এটাও সত্য।
ফিক্সড ডিপোজিট: প্রথাগতভাবে সেভিংস অ্যাকাউন্টের তুলনায় ফিক্সড ডিপোজিটে সুদের হার বেশি। এফডি অ্যাকাউন্ট খোলা সহজ। সব সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কেই এই সুবিধা মিলবে। বর্তমানে ফিক্সড ডিপোজিটে ৫.৭৫ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ পর্যন্ত সুদ মিলছে।
ইউনিট লিঙ্কড ইনভেস্টমেন্ট প্ল্যান: ইউনিট লিঙ্কড ইনভেস্টমেন্ট প্ল্যান সাশ্রয়ী মূল্যের বিনিয়োগ হিসেবে পরিচিত। দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন মেলে, পাশাপাশি রয়েছে বিমা কভারের সুবিধা। ইউনিট লিঙ্কড ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগের জন্য পছন্দ অনুযায়ী ফান্ড বেছে নেওয়া যায়। যেমন ইক্যুইটি ফান্ড, মানি মার্কেট ফান্ড, হাইব্রিড ফান্ড, ডেট ফান্ড ইত্যাদি।
আরও পড়ুন: লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ জারি, ছাড় পাবেন কারা? বিস্তারিত দেখে নিন!
জীবন বিমা: সন্তান বা পরিবারের সদস্যদের প্রতি দায়িত্বের কথা এলে, জীবন বিমা আবশ্যিক। বিমাকারীর অকালমৃত্যুর পর তাঁর সুবিধাভোগীদের বিমা কভার প্রদান করা হয়। এ থেকে ঋণ পরিশোধ, শিশুদের টিউশন ফি ইত্যাদি খরচ করা যায়। অপ্রাপ্তবয়স্ক শিশুদেরও জীবন বিমা পলিসির অধীনে সুবিধাভোগী হিসাবে নমিনি করা যেতে পারে।
এনডাউমেন্ট পলিসি: এনডাউমেন্ট প্ল্যান কমবেশি জীবন বিমা প্ল্যানের মতোই। একমাত্র পার্থক্য হল এতে নির্দিষ্ট সময়ের মধ্যে সঞ্চয়ের সুবিধা আছে। বিনিয়োগকারী যদি পলিসি ম্যাচিউরিটির সময় পর্যন্ত বেঁচে থাকেন তাহলে তাঁকে রিটার্নের টাকা দেওয়া হয়। মারা গেলে রিটার্নের টাকা দেওয়া হয় সুবিধাভোগীকে।
মিউচুয়াল ফান্ড বা এসআইপি: এসআইপি হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এর মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। সর্বনিম্ন ৫০০ টাকা দিয়েও এসআইপি শুরু করা যায়।