আনুলিয়াতে চার কাঠা জমিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ফলের প্রজাতি নিয়ে কাজ করছেন দীপক। চার মাস আগে তিনি জানতে পারেন, লখনউতে রয়েছে লাউয়ের এক বিশেষ প্রজাতি। ফলনের মাস দেড়েকের মধ্যে উচ্চতাও হয় সাড়ে ছয় ফুট। তারপরেই দীপক সেই বীজ সংগ্রহ করেন। মাস খানেক আগে সেই বীজ থেকে এখন গাছে লাউ ধরেছে। একমাস এক সপ্তাহের ব্যবধানে গাছে ধরা তিনটি লাউয়ের উচ্চতা একটি সাড়ে ছয় ফুট, একটি আবার পাঁচ ফুট আট ইঞ্চি আরেকটির উচ্চতা সাড়ে পাঁচ ফুট।
advertisement
আরও পড়ুন: নিজের সুবিধার জন্য ব্যবহার করে সরিয়ে দেবেন! শাহরুখের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাঙালি গায়কের
পেশায় ফল চাষি দীপক দাবি করেছেন, কোনওরকম সার প্রয়োগ ছাড়াই গাছে এই ফলন হয়েছে। তাছাড়া অর্থকরী ফসল হিসেবে নিশ্চিতভাবেই এই প্রজাতির লাউ চাষ আয়ের মুখ দেখাবে।
জানা গিয়েছে, লখনউতে এই ধরনের লাউকে নরেন্দ্র শিবানী বলা হলেও, স্থানীয় মানুষজন একে ভালবেসে নাম দিয়েছেন সাপ লাউ। রাজ্যে এই প্রজাতির লাউ চাষ এই প্রথম বলেও দাবি করেছেন ফল চাষি দীপক স্বর্ণকার।
আপাতত লাউ পাহারা দিয়ে রাখছেন খুবই সন্ত্রস্ত ভাবে। তার কারণ অনেকেই উৎকণ্ঠাবশত তার ফলানো এই লাউ দেখতে আসছেন ঘন ঘন। চুরি যাতে না যায় সেই কারণেই সর্বক্ষণ তিনি দিচ্ছেন কড়া পাহারা। ভবিষ্যতেও এরকম আরও কিছু শাক সবজি এবং ফল চাষ করে তাক লাগিয়ে দেওয়ার ইচ্ছে রয়েছে দীপক বাবুর।
Mainak Debnath