গত কয়েক বছর ধরে মিউচুয়াল ফান্ড ব্যাপক জনপ্রিয়। এখানে বিভিন্ন মেয়াদে বিনিয়োগ করা যায়। কোনও ক্ষেত্রে ঝুঁকি বেশি, লাভো বেশি। আবার কোনও ক্ষেত্রে ঝুঁকি কম, লাভও কম। তবে বিনিয়োগ করা সহজ। এক লপ্তে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয় না। প্রায় সব মিউচুয়াল ফান্ড স্কিমেই এসআইপি-র সুবিধা আছে। অর্থাৎ প্রতি মাসে অল্প টাকা বিনিয়োগ করে মোটা অঙ্কের মুনাফা লাভের সুযোগ।
advertisement
আরও পড়ুন: SIP দেওয়া যদি কোনও মাসে ভুল হয়ে যায়? মিউচুয়াল ফান্ডের কী হতে পারে জেনে নিন এখনই!
এসআইপি বিনিয়োগকে সহজ করে দিয়েছে: এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে বিনিয়োগকারী নির্দিষ্ট সময় অন্তর বিনিয়োগ করতে পারেন। এতে দীর্ঘমেয়াদে বিশাল তহবিল তৈরি করা যায়। বিনিয়োগকারীর পকেটে বোঝাও চাপে না। সবচেয়ে ভাল কথা, দীর্ঘমেয়াদে ব্যাপক লাভ করা যায়। এখানে ১৫x১৫x১৫ পদ্ধতিতে বিনিয়োগ সম্পর্কে আলোচনা করা হল। এই পদ্ধতিতে বিনিয়োগ করলে খুব সহজেই কোটিপতি হওয়া যায়।
আরও পড়ুন: Flipkart-এ দেদার Cash On Delivery অর্ডার করছেন!কত টাকা বাড়তি গুণছেন খেয়াল আছে
১৫x১৫x১৫ পদ্ধতি কী: এই পদ্ধতিতে মিউচুয়াল ফান্ড স্কিমে ১৫ বছর ধরে প্রতি মাসে ১৫ হাজার টাকা বিনিয়োগ করা হয় এবং ১৫ শতাংশ হারে রিটার্ন মিললে ১ কোটি টাকার তহবিল তৈরি করা যায়। চক্রবৃদ্ধি হারে সুদের কারণে এটা সম্ভব।
দীর্ঘ মেয়াদে ভাল রিটার্ন: সবাই জানেন স্টক মার্কেট খুব অস্থির। সুতরাং বার্ষিক ১৫ শতাংশ হারে রিটার্ন জেনারেট করা সহজ নয়। তবে দীর্ঘমেয়াদে বার্ষিক ১৫ শতাংশ রিটার্ন পাওয়া যাবে। পরিসংখ্যানে চোখ বোলালে দেখা যাবে, মন্দা এলেও দীর্ঘমেয়াদে শেয়ার বাজার ফের ঘুরে দাঁড়ায়। বাজারের মন্দা বা বাজারের অস্থিরতার ক্ষেত্রে এসআইপি পেমেন্টে চক্রবৃদ্ধির ক্ষমতা মোট আয়ের গড় বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি একক বিনিয়োগের চেয়ে ভাল রিটার্ন প্রদান করে।
চক্রবৃদ্ধি কীভাবে কাজ করে: চক্রবৃদ্ধি হল অর্জিত সুদের সঙ্গে সঞ্চিত সুদের উপর বিনিয়োগ বৃদ্ধি করা। প্রতিবার মূল অর্থের উপর সুদ অর্জন করলে, তা মূল পরিমাণে যোগ হয়। তাই পরের বার বর্ধিত মূল পরিমাণে সুদ মেলে। সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তেই থাকে। সুতরাং যদি কেউ প্রতি মাসে ১৫ বছরের জন্য ১৫ শতাংশ বার্ষিক সুদের হারে ১৫,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে বিনিয়োগকারী ১,০০,২৭,৬০১ টাকা পাবেন। অর্থাৎ ২৭ লক্ষ টাকা বিনয়োগ এবং সুদ হিসাবে ৭৩ লক্ষ টাকা, মোট ১ কোটি!