TRENDING:

9.15% interest on FD: বিশেষ এফডি স্কিম, কম মেয়াদের বিনিয়োগে এখানে মিলবে ৯.১৫ শতাংশ সুদ !

Last Updated:

Shriram Finance 9.15% FD Interest Rate: প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ এপ্রিল, ২০২৩ থেকে নতুন সুদের হার কার্যকর হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শ্রীরাম গ্রুপের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এল শ্রীরাম ফিন্যান্স (Shriram Finance 9.15% FD Interest Rate)। এই এফডি স্কিমে ৯.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ এপ্রিল, ২০২৩ থেকে নতুন সুদের হার কার্যকর হবে।
বিশেষ এফডি স্কিম, কম মেয়াদের বিনিয়োগে এখানে মিলবে ৯.১৫ শতাংশ সুদ !
বিশেষ এফডি স্কিম, কম মেয়াদের বিনিয়োগে এখানে মিলবে ৯.১৫ শতাংশ সুদ !
advertisement

শ্রীরাম ফিন্যান্সের এই স্কিমের নাম ‘উন্নতি জুবিলি ফিক্সড ডিপোজিট স্কিম’। এই স্কিমে মহিলা প্রবীণ নাগরিকরা ৯.১৫ শতাংশ হারে সুদ পাবেন। স্কিমের মেয়াদ ৫০ মাস। নতুন তো বটেই, পুরনো এফডি স্কিমেও এই সুবিধা পাওয়া যাবে। তবে এই অফার দেওয়া হচ্ছে সীমিত সময়ের জন্য। ৪৮ মাসের ফিক্সড ডিপোজিটগুলি ২০২৩-এর ১৫ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ৮ মার্চ ২০২৩ পর্যন্ত অন্যান্য স্কিমে কোনও পরিবর্তন করা হয়নি।

advertisement

যে বিষয়গুলো জানতেই হবে: ক) মহিলা বিনিয়োগকারীরা অতিরিক্ত ০.১০ শতাংশ হারে বার্ষিক সুদ পাবেন। খ) প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ হারে অতিরিক্ত সুদ পাবেন। গ) মহিলা প্রবীণ নাগরিকরা বার্ষিক ০.৬০ শতাংশ হারে অতিরিক্ত সুদ পাবেন। ঘ) অনলাইন এবং অফলাইন, উভয় বিনিয়োগের ক্ষেত্রেই এই সুবিধাগুলি পাওয়া যাবে।

আরও পড়ুন- পরীক্ষার খাতায় গান লিখে এলেন পরীক্ষার্থী! তার পর কী হল ভাইরাল ভিডিও দেখলেও বিশ্বাস হবে না

advertisement

প্রবীণ নাগরিক এবং মহিলাদের জন্য উচ্চ সুদের হার: শ্রীরাম ফিন্যান্স একটি উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেছে। ধরা যাক, একটি ফার্ম ৬০ মাসের মেয়াদ-সহ আমানতের উপর সর্বোচ্চ ৮.৫ শতাংশ হারে বার্ষিক সুদের হার অফার করছে। এছাড়াও, প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট উচ্চতর সুদের হার পাবেন এবং অ্যাকাউন্ট পুনর্নবীকরণকারী বয়স্ক মহিলারা সর্বোচ্চ ০.১০ শতাংশ + ০.২৫ শতাংশ সুদের হার পাবেন।

advertisement

আরও পড়ুন- মাত্র ১০০-১৫০ টাকা খরচেই বদলে যেতে পারে ভাগ্য ! শুধু জেনে নিন কোন রাশির জন্য কোন উপরত্ন ধারণ সর্বোত্তম

শ্রীরাম ফিনান্স ফিস্কড ডিপোজিট স্কিমের জন্য আবেদনের পদ্ধতি:

প্রথম ধাপ – মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।

দ্বিতীয় ধাপ – দিতে হবে প্যান নম্বর। সঙ্গে কত টাকার ফিক্সড ডিপোজিট করাতে চান, লিখতে হবে তাও।

advertisement

তৃতীয় ধাপ – মেয়াদ, কেওয়াইসি, ব্যাঙ্কের বিবরণ দিয়ে অর্থপ্রদান করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

চতুর্থ ধাপ – ফিক্সড ডিপোজিটের রশিদ চলে আসবে। মেয়াদ শেষে মিলবে সর্বোচ্চ রিটার্ন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
9.15% interest on FD: বিশেষ এফডি স্কিম, কম মেয়াদের বিনিয়োগে এখানে মিলবে ৯.১৫ শতাংশ সুদ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল