গ্রহরত্ন শব্দটির সঙ্গে আমরা সকলেই কম-বেশি পরিচিত। ভারতীয় জ্যোতিষ মতে একেকটি রাশির অধিপতি গ্রহের একেকটি রত্ন প্রিয়, অতএব সেই অনুসারে সংশ্লিষ্ট রত্নধারণে অধিপতি গ্রহদেব প্রসন্ন হন, ফলে জীবন থেকে দুর্ভাগ্য অন্তর্হিত হয়। সমস্যা হল, এই সকল রত্ন বিশুদ্ধ হওয়া অতীব প্রয়োজন। আর বিশুদ্ধ হলেই তার দাম হয়ে ওঠে প্রায় আকাশছোঁয়া।
জ্যোতিষাচার্য পণ্ডিত অনিল কুমার জানাচ্ছেন যে এই সব উপরত্ন ধারণেও রত্ন ধারণের সমান ফল লাভ হয়, কেন না উপরত্ন হলেও এগুলো অধিপতি গ্রহদেবতাদের সমান প্রিয়, ফলে রত্ন ধারণ করার সামর্থ্য না থাকলেও মুষড়ে পড়ার কোনও কারণ নেই। এই সব উপরত্নের বাজারমূল্য ১০০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যেই ঘোরাফেরা করে, শুধু নিজের রাশি মেনে তা ধারণ করা বাঞ্ছনীয়।