মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তার আগেই অবশ্য শেয়ার বাজার থেকে ভাল খবর আসছে না। এর কারণ হিসাবে বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছিল। অনেকের মতে, কেন্দ্রীয় সরকার বাজেটে পরিকাঠামো উন্নয়নে ব্যয় অব্যাহত রাখবে এবং বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াবে।
শেয়ার বাজারের এসব প্রত্যাশা পূরণ না হলে এতে নিম্নমুখী প্রবণতা দেখা যেতে পারে। রাজস্ব ঘাটতিরও সম্ভাবনা থাকছে। বিদেশি ব্রোকারেজ ফার্ম মরগান স্ট্যানলি অনুমান করেছে যে রাজস্ব ঘাটতিতে ২০২৪ আর্থিক বছরের জিডিপির ৫.৯ শতাংশে থাকতে পারে।
advertisement
অন্যদিকে, গত সপ্তাহে বড় কোম্পানির শেয়ারের পতন অব্যাহত ছিল। গত সপ্তাহে আদানি পোর্টস এবং আদানি এন্টারপ্রাইজের মতো বড় সংস্থাগুলির শেয়ার টানা নিম্নমুখী ছিল। তবে এছাড়াও, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই-এর মতো সংস্থাগুলির শেয়ারগুলিও বেশ ধাক্কা খেয়েছিল। এদিন শেয়ার বাজার থেকে প্রাথমিক ট্রেন্ডে খুব একটা বড় পরিবর্তন আসেনি। তবে সব বড় শেয়ারে যে এদিন ধাক্কা খেয়েছে এমনটা নয়। প্রাথমিক ট্রেন্ডে কিছু সংস্থার শেয়ার সবুজেও থাকতেও দেখা গিয়েছে।
আরও পড়ুন, সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্ট
আরও পড়ুন, ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখনও বিশ্বাসই হচ্ছে না...’, বললেন ফাইনালের সেরা তিতাস
আদানি এন্টারপ্রাইজের শেয়ার প্রাথমিক ট্রেন্ডের ১০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। এই স্টকটি গত সপ্তাহে শুক্রবার ২৭৬১.৪৫ টাকায় বন্ধ হয়েছিল। সোমবার সকালে এটি ২,৮৫০ টাকায় খোলা হয়েছে এবং প্রাথমিক বাণিজ্যে ৩,০৩৭.৫৫ টাকায় পৌঁছেছে। এ ছাড়া আদানি বন্দরের শেয়ারও আজ তুঙ্গে রয়েছে। আদানি পোর্টের শেয়ারেও অনেকটা বেড়েছে। শেয়ার মার্কেট বিশেষজ্ঞদের ধারনা, দুপুরের মধ্যে এই চিত্রের অনেক বদল আসবে।