আরবিআই ইতিমধ্যেই এই বিষয়ে সিলমোহর দিয়েছে বলে খবর। ৭ ডিসেম্বর নীতি পর্যালোচনার পরে, গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছিলেন যে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মানি মার্কেট খুলতে পারে। তবে এর জন্য সেবি-কে সিদ্ধান্ত নিতে হবে।
শেয়ার বাজারের সময় সম্পর্কে SEBI-এর চেয়ারম্যান মাধবী পুরি বুচ শেয়ার বাজার খোলার এবং বন্ধের সময় সংক্রান্ত কথা বোর্ড সভার পরে বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, যে স্টক এক্সচেঞ্জগুলি অর্থাৎ বিএসই এবং এনএসই ইচ্ছা করলে ট্রেডিং ঘন্টা বাড়াতে পারে। স্টক মার্কেটে ট্রেডিং ঘন্টা বাড়ানোর জন্য কোনও সীমাবদ্ধতা নেই।
advertisement
শেয়ার বাজারের সময় পরিবর্তন হলে ব্রোকারদের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ ট্রেডিং ঘন্টা বাড়ার সঙ্গে সঙ্গে ব্রোকারেজ বাড়বে।
আরও পড়ুন, বড় খবর, শেয়ার মার্কেটের ৩ নিয়ম পরিবর্তন, কতটা প্রভাব পড়বে
বিশেষজ্ঞরা বলছেন, ট্রেডিং ঘন্টা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরাও বাজারে আয়ের আরও সুযোগ পাবেন। যদিও, অধিকাংশ বিনিয়োগকারী সূচক ট্রেডিং ঘণ্টা বাড়াতে চান।