যৌনকর্মীরা এখন বিনামূল্যে পেয়ে যাবেন রেশন
দেশের সমস্ত রাজ্য সরকার যৌনকর্মীদের রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা অধিনিয়ম অনুযায়ী, রেশন দেবে ৷ যৌনকর্মীদের এর জন্য অনলাইন এবং অফলাইন দু’রকমের বিকল্প দেওয়া হবে আবেদন করার জন্য ৷ রাজ্য সরকার জেলা প্রশাসনকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ জারি করেছে ৷ রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা অধিনিয়ম অনুযায়ী যৌনকর্মীদের পরিচয় ও ঠিকানার গোপনীয়তা বজায় রাখা হবে ৷
advertisement
ঝাড়খণ্ড সরকার রাজ্যের সমস্ত জেলা প্রশাসনগুলিকে যৌনকর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে ৷ অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করার সুবিধা রয়েছে ৷ রাজ্যের জেলা সরবরাহ অফিস, ব্লক সরবরাহ অফিস এবং পঞ্চায়েত কার্যালয়ে আবেদন করা যেতে পারে ৷ ঝাড়খণ্ড সরকারের ওয়েবসাইট ও অন্যন্য পোর্টালে আবেদন করা যেতে পারে ৷ ঝাড়খণ্ড সরকারের www.aahar.jharkhand.gov.in ওয়েবসাইটে আবেদন করা যেতে পারে ৷
রেশন কার্ড ভারত সরকারের তরফে জারি করা একটি সরকারি প্রমানপত্র ৷ এখানে বাজারের থেকে কম দামে জিনিস কিনতে পারবেন ৷ রেশন কার্ড তৈরি করা রাজ্য সরকারের দরকার ৷ রেশন কার্ড তৈরি করার জন্য আধার কার্ড, সরকারি ব্যাঙ্কের পাসবুক, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা সরকারের তরফে জারি করা প্রমানপত্র লাগে ৷