TRENDING:

Ration Card: এবার রেশন কার্ডে যুক্ত করা হবে যৌনকর্মীদের নাম, দেখে নিন কোন কোন রাজ্যে মিলবে এই সুবিধা

Last Updated:

রেশন কার্ড তৈরি করার জন্য আধার কার্ড, সরকারি ব্যাঙ্কের পাসবুক, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা সরকারের তরফে জারি করা প্রমানপত্র লাগে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনার জেরে একাধিক রাজ্যে চলছে লকডাউন ৷ করোনা ও লকডাউনের প্রভাব পড়েছে একাধিক সেক্টরে ৷ বন্ধ রয়েছে কাজ ৷ চাকরি হারিয়েছেন বহু মানুষ ৷ কর্মসংস্থানের অবস্থা বেশ আশঙ্কাজনক ৷  অন্যান্য সেক্টরের মতো লকডাউনে ব্যাপক প্রভাব পড়েছে যৌনকর্মীদের ব্যবসায়ে ৷ গত বছরে সুপ্রিম কোর্টে (Supreme Court) যৌন কর্মীদের জন্য কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একটি নির্দেশ জারি করেছে ৷ শীর্ষ আদালত প্রত্যেক রাজ্যকে যৌনকর্মীদের রেশন কার্ড তৈরি করে তাদের রেশন দেওয়ার নির্দেশ জারি করেছে ৷ একাধিক রাজ্য এই বিষয়ে পর্যালোচনা শুরু করেছে ৷ একাধিক রাজ্যের পরিস্থিতিতে এখনও কোনও উন্নতি দেখা যায়নি ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে যৌনকর্মীরা রেশন পাচ্ছেন না ৷ এরকম পরিস্থিতিতে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, পঞ্জাব ও দিল্লি-সহ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে যৌনকর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
advertisement

যৌনকর্মীরা এখন বিনামূল্যে পেয়ে যাবেন রেশন

দেশের সমস্ত রাজ্য সরকার যৌনকর্মীদের রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা অধিনিয়ম অনুযায়ী, রেশন দেবে ৷ যৌনকর্মীদের এর জন্য অনলাইন এবং অফলাইন দু’রকমের বিকল্প দেওয়া হবে আবেদন করার জন্য ৷ রাজ্য সরকার জেলা প্রশাসনকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ জারি করেছে ৷ রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা অধিনিয়ম অনুযায়ী যৌনকর্মীদের পরিচয় ও ঠিকানার গোপনীয়তা বজায় রাখা হবে ৷

advertisement

ঝাড়খণ্ড সরকার রাজ্যের সমস্ত জেলা প্রশাসনগুলিকে যৌনকর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে ৷ অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করার সুবিধা রয়েছে ৷ রাজ্যের জেলা সরবরাহ অফিস, ব্লক সরবরাহ অফিস এবং পঞ্চায়েত কার্যালয়ে আবেদন করা যেতে পারে ৷ ঝাড়খণ্ড সরকারের ওয়েবসাইট ও অন্যন্য পোর্টালে আবেদন করা যেতে পারে ৷ ঝাড়খণ্ড সরকারের www.aahar.jharkhand.gov.in ওয়েবসাইটে আবেদন করা যেতে পারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রেশন কার্ড ভারত সরকারের তরফে জারি করা একটি সরকারি প্রমানপত্র ৷ এখানে বাজারের থেকে কম দামে জিনিস কিনতে পারবেন ৷ রেশন কার্ড তৈরি করা রাজ্য সরকারের দরকার ৷ রেশন কার্ড তৈরি করার জন্য আধার কার্ড, সরকারি ব্যাঙ্কের পাসবুক, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা সরকারের তরফে জারি করা প্রমানপত্র লাগে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ration Card: এবার রেশন কার্ডে যুক্ত করা হবে যৌনকর্মীদের নাম, দেখে নিন কোন কোন রাজ্যে মিলবে এই সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল