এপ্রিলে জারি হয়েছিল এই নোটিফিকেশন:
ইনকাম ট্যাক্সের আওতায় বেশির ভাগ মানুষকে আনার জন্য ইনকাম ট্যাক্স ৯ অ্যামেন্ডমেন্ট আইন, ২০২২ নিয়ে আসা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি (CBDT) চলতি বছর এপ্রিল মাসে জারি করেছে এই নোটিফিকেশন। তাতে বলা হয়েছে যে, যাঁরা ইনকাম ট্যাক্সের আওতার বাইরে, তাঁদেরকেও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল পেশ করতে হবে। বেশির ভাগ মানুষকে ইনকাম ট্যাক্সের আওতায় নিয়ে আসার জন্য নতুন এই নিয়ম চালু করা হয়েছে।
advertisement
এখন এঁদেরও দাখিল করতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন:
বিগত আর্থিক বর্ষে কোনও ব্যবসায়ীর মোট সেলস, টার্নওভার অথবা গ্রস রিসিট ৬০ লক্ষ টাকার বেশি হলে তাঁদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। এমনকী এঁদের আয় ইনকাম ট্যাক্সের আওতায় না-এলেও তা দাখিল করতে হবে। এছাড়া বিগত আর্থিক বর্ষে কারও মোট গ্রস রিসিট ১০ লক্ষ টাকার বেশি হলে তাঁদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। একটি অর্থবর্ষে যাঁদের টিডিএস এবং টিসিএস ২৫,০০০ টাকা বা তার বেশি তাঁদেরও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে টিডিএস এবং টিসিএস-এর পরিমাণ ৫০,০০০ টাকা। এছাড়াও বিগত আর্থিক বর্ষে যাঁদের একটি বা একের বেশি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা অথবা তার বেশি ডিপোজিট বা জমা রয়েছে, তাঁদেরও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে।