২০২২ সালের ১ এপ্রিল থেকে মিউচুয়াল ফান্ডে ড্রাফ্ট এবং অন্যান্য পদ্ধতিতে বিনিয়োগ করা যাবেনা। সেবি জানিয়েছে যে ২০২২ সালের ১ এপ্রিল থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে নেটব্যাঙ্কিং এবং ইউপিআই পদ্ধতিতে। ১ এপ্রিল থেকে মিউচুয়াল ফান্ডে শুধুমাত্র ডিজিটাল পদ্ধতিতে বিনিয়োগ করা যাবে। কারণ ৩১ মার্চ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে চেক এবং ডিমান্ড ড্রাফটের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ।
advertisement
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হবে আরও সহজ -
নেটব্যাঙ্কিং এবং ইউপিআই পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ফলে খুব সহজেই করা যাবে বিনিয়োগ। ডিজিটাল পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ফলে সকলেই খুব সহজে বিনিয়োগ করতে পারবে মিউচুয়াল ফান্ডে। কারণ ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন ধরনের অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করা যাবে মিউচুয়াল ফান্ডে। এর ফলে আর ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দেওয়ার প্রয়োজন হবে না।
NEFT-RTGS এর মাধ্যমে বিনিয়োগ করা যাবে না -
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য শুধুমাত্র চেক এবং ডিমান্ড ড্রাফটের সুবিধা বন্ধ হবে না, একই সঙ্গে NEFT-RTGS-এর মাধ্যমেও বিনিয়োগ করা যাবে না মিউচুয়াল ফান্ডে। সমস্ত বিকল্প বন্ধ হয়ে যাবে ১ এপ্রিল থেকে। ব্যাঙ্কের চেকের মাধ্যমেও আর বিনিয়োগ করা যাবেনা মিউচুয়াল ফান্ডে। কারণ ১ এপ্রিল থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে শুধুমাত্র ডিজিটাল পদ্ধতিতে।
মহামারী বদলে দিয়েছে বিনিয়োগের নিয়ম -
করোনা মহামারীর জন্য পুরো দেশে বদলে গিয়েছে পেমেন্টের ব্যবস্থা। দেশে তেজ গতিতে বেড়েছে ডিজিটাল পেমেন্ট। বিভিন্ন ধরনের ডিজিটাল অ্যাপ চালু হয়ে গিয়েছে। এই সকল অ্যাপের মাধ্যমেই করা হচ্ছে বিভিন্ন ধরনের পেমেন্ট। এর ফলে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের ক্ষেত্রেও চালু করা হল ডিজিটাল পেমেন্ট। ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্ট অপশনের মাধ্যমেই করতে হবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগের বিভিন্ন ধরনের প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।
ডিজিটাল পেমেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে খুব সহজেই বিনিয়োগ করা যাবে। এখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য আর ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হবে না।