সার্ভিস চার্জ পুনর্মূল্যায়ন করার পর স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয় যে সমস্ত এটিএম উইথড্রল'-এ চার্জ নেওয়া হবে না। শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক বাডির মাধ্যমে এটিএম থেকে টাকা তুলে প্রত্যেক লেনদেনের জন্য দিতে হবে ২৫ টাকা ৷ সম্প্রতি ব্যাঙ্কের মোবাইল ওয়ালেটের মাধ্যমে এটিএম থেকে টাকা উইথড্রলয়ের নতুন পরিষেবা চালু করা হয়েছিল স্টেট ব্যাঙ্কের তরফে ৷
advertisement
স্টেট ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর রজনীশ কুমার জানিয়েছেন, ‘যদি কোনও গ্রাহক এসবিআই বাডিতে টাকা রেখে থাকেন তাহলে তিনি সেই টাকা এটিএম-র মাধমে তুলতে পারবেন ৷এছাড়াও মোবাইল ওয়ালেটের বিজনেস করসপন্ডেন্স (বিসি) মাধ্যমে টাকা জমা দেওয়া এবং তোলার সুবিধা রয়েছে ৷ নতুন সার্ভিস চার্জ পয়লা জুন থেকে লাগু করা হবে ৷
বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিপোডিট অ্যাকাউন্ট ও জনধন অ্যাকাউন্টে থেকে মাসে বিনামূল্যে চারবার টাকা তোলা যাবে ৷ অন্যান্য সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে মেট্রো শহরে ৮টি এটিএম লেনদেন বিনামূল্যে করা যাবে (৫টি এসবিআই এটিএম, ৩টি অন্যান্য ব্যাঙ্কের এটিএম) ৷ নন মেট্রো শহরের ক্ষেত্রে এসবিআই এটিএম থেকে পাঁচবার ও অন্য এটিএম থেকে তিনবার লেনদেন করা যাবে ৷
এছাড়াও IMPS, অনলাইন ফান্ড ট্রান্সফার, পুরনো নোট বদলানো, এটিএম কার্ডের চার্জ ও নতুন চেক বইয়ের জন্য চার্জ পুনর্বিবেচিত করা হয়েছে।