TRENDING:

মোবাইল অ্যাপ ‘Buddy’-র জনপ্রিয়তা বাড়াতে উদ্যোগী SBI

Last Updated:

ব্যাঙ্কের দাবি, তাদের গ্রাহক না-হলেও এই অ্যাপ ফোনে ‘ডাউনলোড’ করে টাকা চাওয়া-পাঠানো, বিল মেটানো ইত্যাদি কাজ করা যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা :  পুরোনো নোট বাতিল হওয়ার পর এক মাস কেটে গেলেও নগদ সমস্যা চলছেই গোটা দেশে ৷ ব্যাঙ্কে মিলছে না পর্যাপ্ত টাকা ৷ এটিএমে ঝুলছে ‘নো ক্যাশ’-এর বোর্ড ৷ এই অবস্থায় ঘোর সমস্যায় আম-আদমি ৷ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন নগদের চেয়ে অনলাইন লেনেদেনের উপর বেশি জোর দিতে বলেছেন ৷ তাই বিভিন্ন ব্যাঙ্ক এবং মোবাইল ওয়ালেট সংস্থার মোবাইল অ্যাপগুলির চাহিদাও এখন সাধারণ মানুষের কাছে যথেষ্ট ৷
advertisement

অনলাইন লেনেদেন বাজার ধরতে এখন নেমে পড়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও (SBI) ৷ ব্যাঙ্কের মোবাইল অ্যাপ ‘বাডি’ আগেই বাজারে আসলেও তার জনপ্রিয়তা বাড়াতে এখন যথেষ্ট উদ্যোগী এসবিআই ৷ ছোট ব্যবসায়ীরাও এখন যেমন লেনেদেনের জন্য পেটিএমের মতো মোবাইল ওয়ালেটে আস্থা রাখছেন ৷ তেমনি এসবিআই-এর এই বাডি অ্যাপের মাধ্যমে যাতে সাধারণ মানুষ লেনেদেন করেন, সেব্যাপারে এখন উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷ ব্যাঙ্কের দাবি, তাদের গ্রাহক না-হলেও এই অ্যাপ ফোনে ‘ডাউনলোড’ করে টাকা চাওয়া-পাঠানো, বিল মেটানো ইত্যাদি কাজ করা যাবে।মোট ১৩টি ভাষায় ব্যবহার করা যাবে এই অ্যাপ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মোবাইল অ্যাপ ‘Buddy’-র জনপ্রিয়তা বাড়াতে উদ্যোগী SBI
Open in App
হোম
খবর
ফটো
লোকাল